Skip to content

ফ্লপ যাচ্ছে একের পর এক সিনেমা তাও পারিশ্রমিক বাড়ালেন শহীদ কাপুর

  img 20220701 081147

  সময়টা খুব একটা ভালো কাটছে না বলিউড ইন্ডাস্ট্রির ও ইন্ডাস্ট্রিতে জুড়ে থাকা একাধিক তারকার। এরই মধ্যে একজন হলেন বলিউডে সুপরিচিত চেনা মুখ অভিনেতা শাহিদ কাপুর (Sahid kapoor)। যিনি দর্শকদের অনেক ব্লাকস্টার ছবি উপহার দিয়েছেন। তার অভিনয় যে ভক্তদের কাছে খুব পছন্দের ও ভক্তরা মুগ্ধ হয়ে থাকে এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু চলতি সিজনে তার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি জার্সি বক্স-অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি। শাহিদ কাপুর তার পেশাগত ও ব্যাক্তি গত জীবনের জন্য খবরের শিরোনামে এসেছেন বহুবার। কিন্তু আজ তিনি লাইলাইটে এসেছেন অন্য একটি কারণের জন্য আসুন জানা যাক।

  img 20220701 102752

  ‘জার্সি’ ছবি ফ্লপ খাওয়ার শাহিদ কাপুর তার পারিশ্রমিক নিয়ে বড় তথ্য সামনে এনেছে। এক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, তিনি তার পরবর্তী ছবির জন্য পারিশ্রমমিক বাড়িয়েছেন। এদিকে ‘জার্সি’ ছবিটি বক্স-অফিসে একদম দর্শক টানতে পারেনি। এই ছবির জন্য বক্স-অফিসে কালেকশন ছিল মাত্র 19.68 কোটি টাকা। ছবি নির্মাতারা ওই ছবি নিয়ে আশাবাদী থাকলেও বক্স-অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ে। এরই মাঝে শাহিদ কাপুর আরও একটি বড় প্রজেক্ট নিয়ে কথা বলছেন।

  মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ছবি পরিচালক শাহিদ কাপুরের সাথে পরবর্তী ছবি নিয়ে কথা বললে তিনি তার পারিশ্রমিক বাড়িয়ে 35 কোটি দাবি করেছেন। যা আগের থেকে 5 কোটি বেশি। এই জায়গায় ছবি নির্মাতারা বেশ চিন্তিত, জানা নির্মাতারা কিছুদিন সময় নিয়েছেন এই সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য। তার ‘জার্সি’ ছবি ফ্লপ হওয়াতে ছবি নির্মাতাদের দ্বিতীয় বার ভাবাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

  img 20220701 102738

  এক সাক্ষাৎকারে শাহিদ কাপুরকে জিজ্ঞাসা করা হয়, তাকে কখনও অন্যান্য তারকাদের সাথে জুটি বাঁধতে দেখা যাবে কি না? শাহিদ কাপুর জবাবে জানান, এই ধরণের প্রশ্ন পরিচালক ও ছবি নির্মাতাদের জিজ্ঞাসা করা উচিত, কারণ অভিনেতারা তাদের সহ-অভিনেতা বেছে নেওয়ার সুযোগ পায় না। এই জায়গায় হাত থাকে ছবি নির্মাতাদের।