Skip to content

পাত্তা পাবে না ঐশ্বর্য রাই’ও! দেখুন শচীন কন্যা “সারা”র ভাইরাল ছবি

    img 20230129 143634

    ভারতীয় বিখ্যাত ক্রিকেটার “শচীন টেন্ডুলকার” (Sachin Tendulkar) যাকে ক্রিকেটের ভগবান মানা হয়। গোটা বিশ্ব তাকে এক নামে চেনে। তার কোন আলাদা পরিচয়ের প্রয়োজন হয় না। শচীন টেন্ডুলকার সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। বিগত আড়াই দশকেরও বেশি সময় ধরে ক্রিকেটের জগতে রাজত্ব করেছেন। এবং ভারতীয় ক্রিকেট দলকে উচ্চতার শীর্ষে পৌঁছে দিয়েছেন। ক্রিকেটের ইতিহাসে একের পর এক রেকর্ডও গড়েছেন এই লিটিল মাস্টার।

    img 20230129 143757

    শচীন সম্পর্কে যতই বলা হোক না কেন তা কম হবে। তবে আজকের প্রতিবেদনে আমরা জানবো তার কন্যা সারা (Sara) ও তার সৌন্দর্য সম্পর্কে। শুধু বাবা একাই নয় পাশাপাশি তার সন্তানরাও বেশ বিখ্যাত হয়ে উঠেছে ও খ্যাতি অর্জন করেছে। ছেলে অর্জুন টেন্ডুলকার আন্তর্জাতিক স্তরে পৌঁছাতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। এবার প্রসঙ্গ তার কন্যার সারা’র।

    শচীন টেন্ডুলকারের একমাত্র কন্যা সারা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় আধিপত্য বিস্তার করেন। যতদূর জানা যায়, সারা লন্ডন থেকে ডাক্তারি পড়াশোনা করেছেন। শচীনের স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার’ও পেশায় একজন চিকিৎসক। আর মেয়ে সারা’ও তার মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন। ডাক্তারির পাশাপাশি অভিনয়ের দিকেও বেশ আগ্রহ রয়েছে সারা’র ।

    সারা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও এবং ছবি পোস্ট করে থাকেন, যাতে তাকে খুবই গ্ল্যামারাস ও স্টাইলিস্ট দেখা যায়। সৌন্দর্যের দিক থেকেও তিনি কোনো বলি অভিনেত্রীর চেয়ে কম নন। সূত্রের খবরে জানা যাচ্ছে, শীঘ্রই বলিউডে অভিষেক হতে পারে শচীন কন্যা সারা’র। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি নিয়ে শিরোনামে থাকেন সারা। সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ইনস্টাগ্রামে ২.৯ মিলিয়ন ফলোয়ার রয়েছে তার।