Skip to content

‘খতরো কা খিলাড়ি ১২’তে যাওয়ার আগেই ফটো শ্যুট করলেন রুবিনা দিলাইক, ব্লেজার খুলে পোজ দিতেই ঝড় তুললেন স্যোশাল মিডিয়ায়

    হিন্দি বিনোদন দুনিয়ায় বেশ সফলতা অর্জন করেছেন অভিনেত্রী রুবিনা দিলাইক (rubina dilaik)। অসাধারণ অভিনয় দক্ষতার পাশাপাশি, তাঁর স্টাইল, ফ্যাশন সেন্সও অসাধারণ। মাঝে মধ্যেই স্যোশাল মিডিয়ায় নিজের বোল্ড ছবি শেয়ার করে ঝড় তোলে ভক্তদের হৃদয়ে।

    খুব শীঘ্রই রোহিত শেট্টির রিয়ালিটি শো ‘খতরো কা খিলাড়ি ১২’তে দেখা যাবে এই অভিনেত্রীকে। এই শোতে যাওয়ার আগে বেশকিছু ফটো শ্যুট করেন রুবিনা দিলাইক (rubina dilaik)। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে সেইসব ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। আর যা দেখে রাতের ঘুম উড়েছে ভক্তদের।

    ফ্যাশন লেবেল আলেটা থেকে একটি পোশাক পড়েছেন অভিনেত্রী রুবিনা দিলাইক। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে ধূসর রঙের মিনি ড্রেসে। ভারী এমব্রয়ডারির কাজ রয়েছে তাঁর এই পোশাকে। ধূসর রং-র এই পোশাকে সিলভার সিকোয়েন্স যোগ করায় একটি ব্লিং প্রভাব তৈরি হয়েছে।

    সঙ্গে ডিপ ইউ নেকলাইন এবং নুডল স্ট্র্যাপ তাঁর সৌন্দর্য্যের মাত্রাকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছিল। আবার এই ড্রেসের উপর একটি সাদা রঙের ব্লেজার পড়েছিলেন রুবিনা দিলাইক। যা হালকা করে সরাতেই পিঠের টাই-আপ ডিজাইন দেখা যাচ্ছিল।

    ছবিতে কখনও টোনড পা ফ্লান্ট করে বসে, আবার কখনও হাফ বসে ছবি তুলেছেন অভিনেত্রী। মেকআপের জন্য ভারী ফাউন্ডেশন, মাস্কারা, বিমিং হাইলাইটার, পীচ ঠোঁট এবং গোলাপী গালসহ চুলগুলো অর্ধেক কার্ল করে খোলা রেখেছিলেন অভিনেত্রী।

    স্যোশাল মিডিয়ায় অভিনেত্রীর এই ছবি শেয়ার হতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে গিয়েছে। সেইসঙ্গে উষ্ণতার পারদ ছড়িয়েছে নেটদুনিয়ায়।

    এটাই প্রথমবার নয়। পূর্বে একবার টিউল ফ্যাব্রিকের একটি স্লিট পোশাকে ফটো শ্যুট করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। যেখানে একটি বড় লাল গোলাপের মতো ফুল সামনে নিয়ে ছবি তুলেছিলেন তিনি। সঙ্গে ছিল ডিটেইলিং গাউন। মেকআপে ছিল ভেজা চুল এবং হাইলাইট করা নগ্ন টোন মেক-আপ। সবমিলিয়ে বেশ বোল্ড লাগছিল অভিনেত্রী রুবিনা দিলাইককে (rubina dilaik)। মাঝে মধ্যেই এরকম সাহসি ছবি তুলে ঝড় তোলেন ফ্যানদের হৃদয়ে।