Skip to content

এই মুহূর্তে অভিনয় ছেড়ে ঠিক কোথায় আছেন ঋতিকা? টলিউডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী

    img 20221207 143122

    টলিউডে (Tollywood) বেশ কয়েকটি মূলধারার বানিজ্যিকি ছবিতে নায়িকার চরিত্রে দেখা গেছে অভিনেত্রী “ঋত্বিকা সেন”(Rithika Sen ) কে। দেব, জিৎ থেকে বনি সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায় টলিউডের একাধিক হিরোর সঙ্গে অভিনয় করেছেন এই নায়িকা। কিন্তু সাফল্যের পরেও বেশ অনেকদিনই বড়পর্দায় অনুপস্থিত ঋত্বিকা। কোথায় গেলেন অভিনেত্রী?

    img 20221207 143546

    ঋত্বিকা নিজেই জবাব দিলেন বর্তমানে তিনি কোথায় কী করছেন? বাংলা ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকলেও অভিনয় জগৎ থেকে বিদায় নেননি ঋত্বিকা। তবে খবর অনুযায়ী, টলিউড ছেড়ে অভিনেত্রী এখন মনোনিবেশ করেছেন তামিল ও তেলেগু ছবিতে। সম্প্রতি, তিনি দক্ষিণ ইন্ডাস্ট্রি কাপাচ্ছেন তার সৌন্দর্য ও অভিনয়ের জাদু দিয়ে।

    হান্ড্রেড পার্সেন্ট লাভ, চ্যালেঞ্জ টু থেকে বরবাদ এবং আরশিনগরে’র মত একাধিক ছবিতে দর্শকের নজর কেড়েছেন ঋত্বিকা সেন। কিন্তু আচমকাই বাংলা ছবি থেকে উধাও হয়েছে তিনি। ঋত্বিকা এখন বাংলা ছবি ছেড়ে দক্ষিণী ছবিতে অভিনয় করতে শুরু করেছেন। বিজয় সেতুপতির মত সুপারস্টারের সঙ্গে তার একটি ছবি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে পেক্ষাগৃহে।

    img 20221207 143258

    মাত্র ২২ বছর বয়সেই দক্ষিণের একজন নামী নায়িকা হয়ে উঠেছেন ঋত্বিকা। ঋত্বিকার জানিয়েছেন, ‘আমি চুটিয়ে তামিল, তেলুগু ছবিতে কাজ করছি। আর যারা বলছেন আমি হারিয়ে গিয়েছি, তারাই বলুন আমি যে ধরনের ছবিতে কাজ করি, তেমন ছবি আর হচ্ছে কোথায়? যে সব অভিনেত্রী আমায় তাদের প্রতিযোগী মনে করেন, আমার থেকে প্রায় ১১ বছরের বড়, তারাও তো কম কাজ করছেন। বাংলায় ভাল কাজ পেলে অবশ্যই করব’।