Skip to content

কেরিয়ার শুরু করেছিল ছোট পর্দা থেকে, আজ সিলভার স্ক্রিনে দাপিয়ে বেড়াচ্ছেন এই ৫ টলি অভিনেত্রী

    img 20220705 170302

    বলিউড (Bollywood) হোক বা টলিউড (Tollywood) প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীই চায় ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচয় তৈরি করতে ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে। তবে সে স্থান সবাই অর্জন করতে পারে না। কেউ কেউ সাফল্য অর্জন করে আবার কেউবা ব্যর্থ হয়ে যায়। তবে আলোচ্য বিষয় এমন কয়েকজন অভিনেত্রীদের সম্পর্কে যারা, ছোটপর্দা অর্থাৎ সিরিয়াল জগত থেকে উঠে এসে খুব অল্প সময়ের মধ্যে টলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন।

    এই অভিনেত্রীরা তাদের দুর্দান্ত অভিনয় ও সৌন্দর্যের কারণে, টিভি ইন্ডাস্ট্রি থেকে পৌঁছে গেছে সোজা টলিউড জগতে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন অভিনেত্রীর রয়েছেন এই তালিকায়।

     

    মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)

    ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেছিলেন মিমি চক্রবর্তী। তারপর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। কঠোর পরিশ্রম, অসাধারণ অভিনয় ও সৌন্দর্যের কারণে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা অর্জন করে নিয়েছেন।

    img 20220705 170456

    ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)

    বাংলা টিভি সিরিয়াল ‘সাত পাকে বাঁধা’ (২০১০)-তে দুষ্টর ভূমিকায় অভিনয় করা ঐন্দ্রিলা আজ টলিউড ইন্ডাস্ট্রির খুবই পরিচিত ও জনপ্রিয় মূখ। অভিনেত্রীর দুর্দান্ত অভিনয়ের কারণে খুবই অল্প সময়ে সাফল্য পেয়েছেন। বাংলা জগতে ঐন্দ্রিলা খুবই জনপ্রিয় অভিনেত্রী হিসেবে বিবেচিত।

    মধুমিতা সরকার (Madhumita Sarkar)

    ধারাবাহিকে ‘পাখি’ নামে আলাদা পরিচিতি ও জনপ্রিয়তা পাওয়া মেয়েটি মধুমিতা। যিনি সিরিয়াল জগৎ থেকে সোজা বলিউডে নিজের রাজত্ব ফলাচ্ছেন। স্টার জলসায় সম্প্রচারিত ‘কেয়ার করি না’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

    img 20220705 170645

     

    অনন্যা চ্যাটার্জী (Ananya Chatterjee)

    অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পেও পারদর্শী অনন্যা চ্যাটার্জি। তিনি টিভি সিরিয়ালের পাশাপাশি বলিউড এবং টেলি সিনেমা জগতে বিশেষ অবস্থান অর্জন করেছেন। তার নৃত্য এবং অভিনয় দর্শক মহলে খুবই প্রশংসনীয়।

    img 20220705 170745

     

    ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)

    স্টার জলসায় সম্প্রচারিত ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক ঘটেছিলো ঋতাভরী চক্রবর্তীর। তার অতুলনীয় অভিনয় আজও ভোলেনি সিরিয়াল প্রেমিরা। অভিনেত্রী ঋতাভরীও টলিউডে একটি প্রশংসনীয় জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন।