Skip to content

অপ্সরার থেকেও সুন্দরী ঋষভ পান্থের দিদি সাক্ষী, দেখে নিন তাঁর ফটো অ্যালবাম

  img 20230406 171058

  এই মুহুর্তে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ভারতীয় দলের একজন দক্ষ ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। বেশ কয়েকমাস আগে একটি দুর্ঘটনায় আহত হয়ে তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাঁর পরিবারের সদস্য থেকে শুরু করে তাঁর সহকর্মীরা সকলেই এখন তাঁর সুস্থ শরীরের কামনা করছেন। দ্রুততার সঙ্গে ঋষভ পন্থের মাঠে ফিরে আসার আশায় রয়েছেন সকলেই।

  সম্প্রতি সূর্যকুমার যাদব সহ অনেক খেলোয়াড় ঋষভ পান্থের জন্য প্রার্থনা করতে মহাকালের দরবারে গিয়েছিলেন এবং সবাই প্রার্থনা করেছিলেন ঋষভ পন্থ শীঘ্রই সুস্থ হয়ে উঠুন। সকলেই চাইছেন, আবারও সুস্থ হয়ে খেলার মাঠে ফিরুক এই ক্রিকেটার।

  একদিকে দাদা অসুস্থ হলেও, অন্যদিকে স্যোশাল মিডিয়ায় ব্যাপকহারে ভাইরাল হচ্ছে ঋষভ পান্থের দিদির ছবি। ১৯৯৫ সালের ২৪ শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন ঋষভ পান্থের দিদি সাক্ষী পান্থ (Sakshi Pant)। ঋষভ পান্থের থেকে মাত্র ২ বছরের বড় তাঁর এই দিদি। তবে তাঁদের দুজনের মধ্যে সুন্দর বন্ধুত্বের একটা বন্ধন রয়েছে।

  স্যোশাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন সাক্ষী। মাঝে মধ্যেই নিজের সুন্দর সুন্দর ছবি পোস্ট করেন নেটদুনিয়ায়। যার ফলে প্রায় এক মিলিয়ন ফলোয়ার রয়ে তাঁর। এই মুহূর্তে পড়াশুনার জন্য ব্রিটেনে রয়েছেন সাক্ষী। তিনি দেরাদুনের কলেজ থেকে পাশ করে বিদেশ গিয়েছে নিজের পড়াশুনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেইসঙ্গে সামাজিক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন সাক্ষী।

  এরই মাঝে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেও ভালোবাসেন সাক্ষী। মাঝে মধ্যেই তাঁর ভ্রমণের বিভিন্ন স্থানের ছবি নেটমাধ্যমে শেয়ার করে নেন তিনি। সম্প্রতি তাঁর শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, একটি গোল টুপি পড়ে মজা করছেন এবং খুবই হাসছেন সাক্ষী। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।