Skip to content

দুবাই থেকে ফিরে শুরু করলেন কৃষিকাজ, বছরে ৭ লাখেরও বেশি আয় করেন ধর্মা

    বিহারের (bihar) সিওয়ানের ধর্মা গুপ্তার ভাগ্যই বদলে দিয়েছিল কৃষিকাজ (farming)। যদিও প্রথমে পরিবারের বিরুদ্ধে গেলেও, বর্তমানে বছর ৩৭-র ধর্মা তাঁর পরিবারের মুখ উজ্জ্বল করেছেন। আড়াই বিঘা জমি লিজ নিয়ে প্রাকৃতিক ফসল তৈরি করে বছরে ৭ লক্ষেরও বেশি টাকা আয় করছেন।

    নিজের অনেক ওঠাপড়া দেখেছেন বলে জানা ধর্মা। তিনি জানান, প্রায় ৬ বছর দুবাই এবং কাতারে রাজমিস্ত্রির কাজ করেছেন। কিন্তু করোনা কালে কাজ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে ২০২০ সালে ইউটিউবের মাধ্যমে প্রাকৃতিক চাষ সম্পর্কে জ্ঞান অর্জন করেন।

    এরপর প্রায় ৬ মাস ধরে জমি খোঁজার পর, তাঁর গ্রামেই প্রতি বছর ৪০ হাজার টাকা হিসাবে দিয়ে ৩ বছরের জন্য জমি লিজ নেন। আর সেখানেই শুরু করেন কৃষিকাজ (farming)। কিন্তু তাঁর এই কাজে পরিবারের কাউকে পাশে পাননি তিনি। তা সত্ত্বেও পিছিয়ে যাননি ধর্মা।

    তবে বর্তমানে কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের ফলে লিজ নেওয়া জমির এক বিঘাতে মরিচ, ১০ কাঠায় শসা, ১০ কাঠায় ঢ্যাঁড়শ, ১২ কাঠায় করলা এবং ৩ একর জমিতে জি-৯ কলা ফলিয়েছেন। তাঁর এই সাফল্য দেখে পরিবারের লোকজন বর্তমানে তাঁর পাশে এসে দাঁড়িয়েছে। সেইসঙ্গে তাঁকে অনেক উৎসাহও দিয়েছে।

    এবিষয়ে ধর্মা গুপ্তা জানান, মধ্যপ্রদেশের একটি কোম্পানি থেকে জি-৯ জাতের কলা গাছ নিয়ে এসেছিলেন। ধীরে ধীরে এই চাষের কারণেই তিনি তাঁর পরিবারের মুখ উজ্জ্বল করেছেন।