Skip to content

রিজেক্ট করেছিলেন আমির খান, আজ সেই ৫ টি ছবিতে অভিনয় করে বক্স অফিস কাঁপিয়েছেন শাহরুখ-সলমন

  বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম একজন সফল অভিনেতা হলেন আমির খান (Aamir Khan)। হিন্দি বিনোদন দুনিয়ায় একের পর এক হিট ছবি উপহার দিয়ে দর্শকদের মনে একটা শক্তিশালী জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। দঙ্গল, 3 ইডিয়টস, তারে জমিন পর এবং সর্বোপরি লাগান- আমির খানের কেরিয়ারের অন্যতম সেরা ছবি।

  বিটাউনের এই সফল অভিনেতাও এক এক সময় রিজেক্ট করে দিয়েছেন বেশ কিছু ছবি। জানা যায়, সেই ছবি পরবর্তীতে অন্য অভিনেতার অভিনয়ে বক্স অফিসে দারুণ হিট হয়েছে। দেখে নিন সেই সব ছবির বিষয়ে।

  দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (Dilwale Dulhania Le Jayenge)- ‘যা সিমরান যা, জি লে আপনি জিন্দেগি’ আজকের দিনেও এই সংলাপ মানুষের মুখে মুখে লেগে রয়েছে। ১৯৯৫ সালের ২০ ই অক্টোবর মুক্তিপ্রাপ্ত এই ছবিতে শহরুখ খান এবং কাজলের অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। করোনায় হল বন্ধ হবার আগে ১২৭৪ সপ্তাহ পার করে ইতিহাস সৃষ্টি করেছিল এই ছবিটা। তবে এই ছবিতে অভিনয়ের জন্য প্রথমে আমির খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এই অফার নাকচ করে দেওয়ার পর সেটা চলে যায় কিং খানের কাছে।

  হাম আপকে হ্যায় কৌন (Hum Aapke Hain Koun..!)জানা যায় এই ছবিতে অভিনয়ের জন্য প্রথমে বলিউড মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে (Aamir Khan) প্রস্তাব দেওয়া হয়ছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করায় এই ছবির অফার যায় সলমন খানের কাছে। আর ভাইজানের দুর্দান্ত অভিনয় সকলের নজর কেড়েছিল।

  নায়ক দ্য রিয়েল হিরো‌ (Nayak: The Real Hero)- বলিউড স্টার অনিল কাপুর অভিনীত ছবি নায়কে দুর্দান্ত অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। তবে অনেকেই এটা জানেন না যে, এই ছবির অফার প্রথমে গিয়েছিল আমির খানের কাছে। কিন্তু তিনি সেটা রিজেক্ট করে দেওয়ায় অফার যায় অনিল কাপুরের কাছে।

  স্বদেশ (Swades)- এই ছবিটির জন্যও প্রথমে অফার গিয়েছিল আমির খানের উপর। কিন্তু পরবর্তীতে এই ছবিতে অভিনয় করেন শাহরুখ খান। আর এই ছবি বক্স অফিসে ঠিক কতোটা হিট হয়েছিল, তা সকলেরই জানা।

  ডর (Darr)- এই ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। জানা যায়, প্রথমে এই অফার গিয়েছিল অজয় দেবগনের কাছে, এরপর তা যায় আমির খানের (Aamir Khan) কাছে। কিন্তু তারপর সেই অফার নাকচ করে দেওয়ার পর সেটা যায় শাহরুখ খানের কাছে।