উপার্জিত অর্থ গচ্ছিত রাখতে সাধারণ মানুষজন সর্বদা ব্যাঙ্ক, পোস্ট অফিসের উপর নির্ভর করে থাকেন। অনেক সময় অনেকে তাঁদের অতিরিক্ত অর্থ কোন প্রাইভেট ব্যাঙ্কে সঞ্চিত রাখেন। আবার অনেকে রাখেন সরকারী কোন ব্যাঙ্কে। তবে এসবের মধ্যে সম্প্রতি আবারও দুটো ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)।
এরই মধ্যে দুটো নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানির (এনবিএফসি) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একটি হল পুনে-ভিত্তিক কুডোস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড এবং অন্যটি হল মুম্বাই-ভিত্তিক ক্রেডিট গেট প্রাইভেট লিমিটেডে। এই দুই ব্যাঙ্কই এনবিএফসি ঋণ প্রদানে নিয়ন্ত্রক ত্রুটির সাথে জড়িত ছিল।
এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জারী করা এক বিবৃতিতে বলা হয়েছে, নিবন্ধন শংসাপত্র (সিওআর) বাতিল হওয়ার পরে উভয় এনবিএফসি (এনবিএফসি) নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ব্যবসা করতে পারবে না। কেন্দ্রীয় ব্যাঙ্ক বলেছে, NBFC-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে ডিজিটাল লোন অপারেশনের কাজে আউটসোর্সিং এবং ন্যায্য লেনদেন কার্যক্রমের উপর আরবিআই নির্দেশিকা লঙ্ঘনের কারণে নিবন্ধনটি বাতিল করা হয়েছে।
আরবিআই-এর মতে, উপরোক্ত দুটি এনবিএফসি অতিরিক্ত সুদ নেওয়ার ক্ষেত্রে বিদ্যমান নিয়মগুলিও অনুসরণ করছে না। এর পাশাপাশি ঋণ আদায় নিয়ে গ্রাহকদের অযথা হয়রানি করা হয়। ফেব্রুয়ারির শুরুতে, আরবিআই ক্র্যাজিবি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডকে ৪২.৪৮ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছিল। ক্রেজিবি’র রিকভারি এজেন্ট কর্তৃক ঋণ আদায়ের সময় গ্রাহকদের হয়রানির বিষয়টি সামনে আসে।