এয়ার ইন্ডিয়ার (Air India) পর এবার প্রাইভেট হতে চলেছে নীলাচল ইস্পাত নিগম লিমিটেড (NINL)। সরকারের থেকে এই কোম্পানি কিনে নিয়েছেন ভারতীয় প্রবীণ ব্যবসায়ী রতন টাটা (Ratan Tata)। চলতি বছরের জানুয়ারিতে নিলামে ১২০০০ কোটি টাকার সর্বোচ্চ দর দিয়ে এই কোম্পানি কিনে নিয়েছে টাটা স্টিল লং প্রোডাক্ট লিমিটেড (Tata Steel Long Products Ltd)।
ওডিশার কলিঙ্গানগরে অবস্থিত এই NINL। এমএমটিসি লিমিটেড (MMTC), এনএমডিসি লিমিটেড (NMDC), ভিল (BHEL), মেকন (MECON) এবং ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ওড়িশা লিমিটেড দ্বারা যৌথভাবে পরিচালিত এই কোম্পানিটি বছরে ১.১ মিলিয়ন টনের ইস্পাত তৈরি করে।
কিন্তু বেশকিছু দিন ধরে লোকসান হওয়ার ফলে গত ২০২০ সালের মার্চ মাসে কারখানাটি বন্ধ হয়ে যায় এবং কারখানাটির উপর প্রচুর অর্থ ঋণ রয়েছে। প্রসঙ্গত, গত জানুয়ারীতে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড, নলওয়া স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড এবং জেএসডব্লিউ স্টিল লিমিটেডের একটি কোম্পানিকে নিলামে হারিয়ে NINL- এর ৯৩% ইকুইটি শেয়ারের মালিকানা পেয়েছিল টাটা গোষ্ঠী। আর আগামী মাসের মাঝামাঝিতেই NINL পুরোপুরি টাটা গোষ্ঠীর কাছে চলে যাচ্ছে।
এই কোম্পানির কোন ইকুইটি শেয়ার সরকারের হাতে না থাকার জন্য কোম্পানি বিক্রির অর্থ সরকারী কোষাগারে যাবে না। ওড়িশা সরকারের চারটি CPSE এবং দুটি PSU-তে যাবে এই ১২,০০০ কোটি টাকা। এই অর্থ থেকে ৪,১১৬ কোটি টাকা প্রোমোটারডের, ১৭৪১ কোটি টাকা ব্যাঙ্কগুলোতে এবং পাওনাদার এবং কর্মচারীদের অর্থ মেটানো হবে।
আবার, কোম্পানিটির ৩,৪৮৭ কোটি টাকা নেগেটিভ নেট অর্থ রয়েছে ৩১ শে মার্চ, ২০২১ পর্যন্ত। মার্কেটে লোকসান করেছে ৪২২৮ কোটি টাকা। ১৮০০০ কোটি টাকা দিয়ে এয়ার ইন্ডিয়া কিনে নেওয়ার পর এবার NINL-ও কিনে নিলেন রতন টাটা (Ratan Tata)।