প্রথম থেকেই চলে আসছে ফোর্ড (Ford Motor Company) বনাম ফেরারির লড়াই। এই নিয়ে নানা সময়ে নানা সিনেমা, ডকুমেন্টারি হতে দেখা গেছে। তবে আরও একটি বিষয় বেশ জনপ্রিয় রয়েছে, যেমন টাটা মোটরসের (Tata Motors) বনাম ফোর্ডের লড়াই। এবার এই লড়াই কিছুটা অন্য দিকে মোড় নিচ্ছে। টাটা মোটরসকে দেখা যাবে এক নতুন রূপে।
টাটা মোটরসের (Tata Motors)) সঙ্গে ফোর্ডের একটা লড়াই বহুদিন ধরেই রয়েছে। একবার রতন টাটাকে (ratan tata) সাঙ্গাঘাতিক অপমান করেছিল ফোর্ড কোম্পানি (Ford Motor Company)। কিন্তু পরবর্তীতে দেখা যায় ফোর্ডের কাছ থেকে ২০০৮ সালে জাগুয়ার ল্যান্ড রোভার কিনে নিয়েছিল রতন টাটার টাটা মোটরস। আর এবার সেই গোটা ফোর্ড কোম্পানিই কিনে নিচ্ছেন রতন টাটা। অর্থাৎ ভারতীয় বিভাগের পুরো ব্যবসাটাই এবার দেখবে টাটা মোটরস।
বিগত ২০ বছরেরও বেশি সময় ধরে ভারতের মাটিতে ব্যবসা করছিল মার্কিন কোম্পানি ফোর্ড। কিন্তু আমেরিকার কোম্পানি হলে, ভারতের বাজারে ২-৩ শতাংশের বেশি প্রভাব বিস্তার করতে পারেনি তাঁরা। সেভাবে লাভের মুখও দেখতে পায়নি ফোর্ড (Ford Motor Company)। যে কারণে কোম্পানি বন্ধ করে ২০২১ সালে ভারত ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাঁরা। এরপর দীর্ঘ আলোচনার পর একটা সিদ্ধান্তে আসে ফোর্ড এবং টাটা মোটরস। ফোর্ডের গুজরাটের সানন্দে গাড়ি তৈরির প্ল্যান্টে ৭২৫.৭ কোটি টাকার বিনিময়ে ইলেক্ট্রিক গাড়ি তৈরীর সিদ্ধান্ত নিয়েছে টাটা মোটরস। শুধুমাত্র ফোর্ডের কোম্পানিই নয়, সেখানকার যোগ্য কর্মচারীদেরও বহাল করবে টাটা, এমনটা শোনা গিয়েছে।
এই চুক্তির বিষয়ে টাটা মোটরসের (Tata Motors) ব্যবস্থাপনা পরিচালক শৈলেশ চন্দ্র জানান, স্টেকহোল্ডারদের দারুণভাবে উপকৃত করার পাশাপাশি টাটা মোটরসের এবার আরও বেশী শক্তিশালী করতে সাহায্য করবে এই চুক্তি। যার দরুণ বাজারে নিজেদের শক্তিশালী আধিপত্য বিস্তারের পাশাপাশি সেখান থেকে প্রতি বছর ৩,০০,০০০ ইলেকট্রিক গাড়িও তৈরি করা সম্ভব হবে।