Skip to content

রণবীরের “শামশেরা” দেখলে ভর্তি হতে হবে পাগলের হাসপাতালে, কটাক্ষ চলচ্চিত্র সমালোচক KRK’র

  img 20220725 145245

  সম্প্রতি বলি অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনীত ছবি ‘শামশেরা’র (Shamshera) রিভিউ দিয়েছেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল আর খান ওরফে কেআরকে (KRK)। ছবির রিভিউ দেওয়ার পাশাপাশি নিলেন একহাতও। সেইসঙ্গে জানালেন, তাঁর মতে বলিউডের (Bollywood) ইতিহাসের অন্যতম জঘন্য সিনেমা ‘শামশেরা’।

  শুধুমাত্র রণবীর কাপুরের অভিনীত ছবি এবং তাঁর সমালোচনা করেই থেমে থাকেননি কেআরকে। সেইসঙ্গে বলিউড বাদশা শাহরুখ খানের আসন্ন ছবি ‘পাঠান’এ কাজ করা নিয়েও কিং খানকে হুঁশিয়ারি দেন কামাল আর খান।

  img 20220725 145144

  বলিউডে কোন চলচ্চিত্র মুক্তি পেতে কিছুটা দেরী হলেও, সেই সিনেমা নিয়ে কেআরকে-র সমালোচনা করতে কোন দেরী নেই। ছবি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই ছবি সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করতে হাজির হন তিনি। এবারেও তাঁর ব্যতিক্রম হল না। দিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনীত ছবি ‘শামশেরা’র (Shamshera) রিভিউ। সেইসঙ্গে বলিউডের (Bollywood) ইতিহাসের অন্যতম জঘন্য সিনেমা বলেও তকমা দিলেন এই চলচ্চিত্রকে।

  এক ট্যুইটে তিনি লেখেন, ‘দর্শক না থাকায় ৪০ শতাংশ সকালের শো বাতিল হয়ে গিয়েছে। আর বাকি ৬০ শতাংশ শোতেও দর্শক সংখ্যা অনেক কম। তাহলে এটা প্রমাণ হয়ে গেল ‘থাগস অফ হিন্দোস্তান’র থেকেও খারাপ সিনেমা হয়েছে ‘শামশেরা’। আদি ভাইকে শুভেচ্ছা’।

  এর পরপরই তিনি লেখেন, ‘যেসব হলে ”শামশেরা” দেখানো হচ্ছে, দর্শকদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তার বাইরে অ্যাম্বুলেন্স রাখা উচিত। আমার দৃঢ় বিশ্বাস প্রতি শোয়ের পর কয়েকজন করে হাসপাতালে ভর্তি হবেনই। দর্শকদের অল দ্যা বেস্ট’।

  img 20220725 145200

  শনিবার সকালে এই সমস্ত ট্যুইট করার আগেও তিনি লিখেছিলেন, ‘ছবির এক ঘণ্টা পার। নিজের রেকর্ড ভাঙার জন্য শুভেচ্ছা জানাই প্রযোজক আদি চোপড়াকে। গত পাঁচ দশকের মধ্যে ”শামশেরা” (Shamshera) জঘন্যতম সিনেমা। এই জঘন্য ছবি বানানোর জন্য করণ মলহোত্রাকেও ধন্যবাদ। এটাই ওনার শেষ ছবি’।

  এখানেই শেষ নয়, অভিনেতা রণবীর কাপুরের (Ranbir Kapoor) মানসিক সমস্যা আছে বলে দাবি করে তিনি লেখেন, ‘হাফ টাইমের মধ্যেই আমি সম্পূর্ণ ছবি দেখে নিয়েছি। ছবির ক্লাইম্যাক্স আমি জানি, সেই কারণে দ্বিতীয়ার্ধ না দেখলেও কিছু যাবে আসবে না। রণবীরের যে মানসিক সমস্যা আছে, তা এই ছবি প্রমাণ করে দিয়েছে। নিজেই নিজের কেরিয়ার একটু একটু করে শেষ করে দিচ্ছে’।