Skip to content

রানবির কাপুরের আশায় জল ঢেলেছিল এই ছবিগুলি! জেনে নিন তার ফ্লপ হওয়া ৬ সিনেমা

  img 20220723 222831

  রণবীর কাপুরের ছবি ‘শামসেরা’ (Shamshera) ২২ শে পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই হ্যান্ডসাম হ্যাংককে ৪ বছর পর আবার সিনেমার বড়পর্দায় দেখা যাবে। রণবীর কাপুরের শং সেরা ছবির মুক্তির জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে শুধু ভক্তরাই নয়, সমালোচকরাও তার এই ছবি নিয়ে আশাবাদী। বড় বাজেটের এই ছবি বক্স অফিসে কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার। এদিকে যেমন রণবীর কাপুরের ‘শামসেরা’ ছবি নিয়ে অনেকটাই আশাবাদী অন্যদিকে তার মুক্তিপ্রাপ্ত বেশ কিছু ছবি বক্স অফিসে তেমন প্রভাব ফেলেতে পারেনি (Ranbir kapoor’s film flop of box-ofice)। বিশ্বাস না হলে নিচের নিবন্ধে আসুন!

  Ranbir kapoor flop movie

  ১. বেশরম:-
  বেশরম ছবিটি মুক্তির আগেই এর প্রচার ছিল জোরালো।কিন্তু ছবিটির গল্প থেকে শুরু করে সবকিছুই ছিল হতাশা জনক। ছবিটি বক্স অফিসে একদম প্রভাব ফেলতে পারেনি।ছবির রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন পল্লবী সারদা।

  ২. জগ্গা জাসুস:-
  রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিটি তৈরি হয়েছিল।এই ছবির গল্প ছিল দারুণ। কিন্তু ছবির শুটিংয়ের সময় রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। যা তাদের সম্পর্ক অনুরাগ বসুর চলচ্চিত্র নির্মানে প্রভাব ফেলেছিল। অনেক কষ্ট করে ছবিটি বানানো হলেও বক্স অফিসে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

  ৩. বোম্বে ভেলভেট:-
  রণবীর কাপুর ও আনুশকা শর্মা অভিনীত এই বম্বে ভেলভেট ছবিটিও ব্যর্থ সিনেমার তালিকায় নাম লেখায়। যেখানে ছবিটা ১২০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবিটি আয় করেছে মাত্র ৪৪ কোটি টাকা।

  ৪. তামাশা:-
  ইমতিয়াজ আলী পরিচালিত তামাশা ছবিটি একটি অনন্য প্রেমের গল্প। ছবির গল্প নিয়ে ব্যাপক প্রত্যাশা থাকলেও ছবিটি বক্স অফিসে সেরকম প্রভাব ফেলতে পারেনি। ছবিটি দর্শকদের মন জয় করতে না পেরে ব্যাপকভাবে মার খেয়েছে। ছবিটি বিশ্বব্যাপী সংগ্রহ ছিল মাত্র ১৩৬ কোটি টাকা।

  ৫.রকেট সিং:-
  রকেট সিং ছবিতে রণবীর কাপুরকে সেলসম্যান এর ভূমিকায় দেখা গিয়েছিল।ছবিটি নিয়ে যেরকম আশা করেছিল নির্মাতারা সেরকম প্রভাব ফেলতে পারেনি।ছবিতে বক্স অফিসে গড়পরতা ব্যবসা করেছে।

  Ranbir kapoor flop movie

  ৬. সাওয়ারিয়া:-
  রণবীর কাপুর কে বলিউড ইন্ডাস্ট্রি একজন জনপ্রিয় অভিনেতা বিবেচিত করা হয়। কিন্তু জানেন কে তার এই প্রথম সিনেমায়ই ব্যাপকভাবে ফ্লপ খেয়েছে। এই ছবির কাহিনী মজাদার হলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

  তবে রণবীর কাপুরের আসন্ন ছবি নিয়ে ভক্তরাও অনেক আশাবাদী। তার ‘শামসেরা’ ছবিটি কি অন্য ছবি থেকে আলাদা কিছু করতে পারবে? ছবিটি দর্শকদের কতটা মন জয় করতে পারবে তার সময়ের অপেক্ষা।