Skip to content

বাংলা হিন্দি কিংবা দক্ষিণি, সবেতেই সাবলীল অভিনেত্রী রম্ভার চেহারা আমূল বদলে গিয়েছে, দেখুন ফটোগ্যালারি

  img 20230404 195046

  বলিউডের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রম্ভা (Rambha)। বলিউডের পাশাপাশি তাঁকে টলিউডেও অভিনয় করতে দেখা গিয়েছে। শুধুমাত্র হিন্দি কিংবা বাংলাই নয়, সেইসঙ্গে দক্ষিণি চলচ্চিত্রেও অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। তবে বর্তমান সময়ে এই অভিনেত্রীর ছবি দেখলে, তাঁকে চিনতে কিছুটা অসুবিধা হবে আপনাদের। দেখে চিনতেই পারবেন না তাঁকে।

  img 20230404 195111

  img 20230404 195614

  ২০১০ সালে কেরিয়ারের মধ্যগগনে কানাডার একজন শ্রীলঙ্কার তামিল ব্যবসায়ী ইন্দ্রকুমার পথমানাথনকে বিয়ে করেছিলেন অভিনেত্রী রম্ভা। এরপর ৪৪ বছয় বয়সী অভিনেত্রী তাঁর বিনোদন কেরিয়ারকে বিদায় জানিয়ে চলে যান কানাডায় চলে যান। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল মালায়ালাম ভাষা ‘ফিল্মস্টার’। এরপর তাঁকে আর গ্ল্যামার দুনিয়ায় দেখা যায়নি।

  img 20230404 195304

  img 20230404 195134

  ‘জুড়ুয়া’, ‘বন্ধন’, ‘জং’, ‘রাশি’, ‘ঘরওয়ালি বাহারওয়ালি’ ছাড়াও একাধিক হিন্দি এবং দক্ষিণি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে রম্ভাকে। পাশাপাশি বাংলা চলচ্চিত্র ‘রিফিউজি’তে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে রম্ভাকে। সব ভাষাতেই সাবলীলভাবে অভিনয় করেছিলেন রম্ভা।

  img 20230404 195600

  img 20230404 195504

  কেরিয়ারের মাঝপথে ৪৪ বছর বয়সে বিয়ে করে বিদেশ চলে যাওয়ার পর, তাঁকে আর গ্ল্যামার দুনিয়ায় দেখা যায়নি। স্বামী এবং তিন সন্তানকে নিয়ে এই মুহুর্তে সুখেই সংসার করছেন এই প্রাক্তন অভিনেত্রী। তবে বেশ কয়েকবছর আগে ২০০৮ সালে একবার লাইমলাইটে এসেছিলেন এই অভিনেত্রী।

  img 20230404 195521

  img 20230404 195212

  জানা গিয়েছিল, ২০০৮ সালে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রম্ভা। সেই সময়, মিডিয়ার সামনে এসেছিলেন অভিনেত্রী। কিন্তু সুস্থ হওয়ার পর তিনি জানান, সেদিন উপোস থাকার কারণে কিছু না খাওয়ায়, মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন তিনি।