Skip to content

রামায়ণের রাবণ ২০ বার চড় মেরেছিলেন হেমা মালিনীকে! কিন্তু তারপর…

    img 20230408 125532

    রামানন্দ সাগরের ‘রামায়ণ’ (Ramayana) ঘরে ঘরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এই ধারাবাহিকে রাবণের চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা অরবিন্দ ত্রিবেদী (Arvind Trivedi)। রাবণের চরিত্রের মধ্যে এমন গভীর ভাবে প্রবেশ করে গিয়েছিলেন তিনি, যে কারণে বাস্তব জীবনে তাঁকেই আসল রাবণ বলে ভাবতে শুরু করেছিলেন অনেকেই।

    img 20230408 125557

    তবে অরবিন্দ ত্রিবেদীর রাবণ চরিত্রের বিষয়ে জানা থাকলেও, এবিষয়ে অনেকেই জানেন না যে এই অভিনেতা ২০ বার চড় মেরেছিলেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীকে (Hema Malini)। কারণ জানলে অনেকেই হবেন অবাক। জেনে নিন আসল ঘটনা।

    img 20230408 125446

    ধারাবাহিকের পাশাপাশি একাধিক চলচ্চিত্রে অভিনয় করতেও দেখা গিয়েছে অরবিন্দ ত্রিবেদীকে। তাঁর মধ্যে একটি চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখেছিলেন রামানন্দ সাগর এবং পরিচালনা করেছিলেন তাঁরই ছেলে প্রেম সাগর। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রের নাম ‘হাম তেরে আশিক হ্যায়’। এই চলচ্চিত্রে অরবিন্দ ত্রিবেদীর পাশাপাশি ছিলেন জিতেন্দ্র, আমজাদ খান এবং হেমা মালিনী।

    img 20230408 125458

    এই চলচ্চিত্রের বিষয়ে বলতে গিয়ে পরিচালক প্রেম সাগর জানিয়েছিলেন, এই চলচ্চিত্রের একটি দৃশ্যে হেমা মালিনীর গালে চড় মেরেছিলেন অরবিন্দ ত্রিবেদী। কিন্তু সেই সময় হেমা মালিনী প্রথম সারির একজন অভিনেত্রী হয়ে উঠেছেন। এই পরিস্থিতিতে তাঁর গালে চড় মারতে গিয়ে প্রথমটায় কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন অভিনেতা অরবিন্দ ত্রিবেদী।

    img 20230408 125547

    সেইসময় অরবিন্দকে বোঝানো হয় যে, তিনি যেন ভুলে যান হেমা মালিনী একজন বড় অভিনেত্রী এবং তাঁর চরিত্রের উপর ফোকাস রেখে এই চড় মারতে হবে তাঁকে। কিন্তু তাঁকে বোঝানোর পরও তাঁর হাত বারবার কেঁপে যাচ্ছিল। সেই কারণে তিনি মোট ২০ বার চড় মেরেছিলেন হেমা মালিনীকে। তারপর গিয়ে সঠিক দৃশ্য শ্যুট হয়।