Skip to content

রেকর্ড গড়লেন রাকেশ ঝুনঝুনওয়ালা, এই ২ টি স্টকের জেরে একদিনে কামালেন এক হাজার কোটি টাকা

    img 20220712 112800

    শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন রাকেশ ঝুনঝুনওয়ালা (Rakesh jhunjhunwala)। যার কারণে তাকে ভারতীয়  শেয়ার বাজারের বিগ বুলও বলা হয়ে থাকে। তিনি আরও একবার নিজের সুনামের সুবিচার করলেন। বৃহস্পতিবার তার হাতে থাকা বেশিরভাগ স্টকই বেড়েছে। তবে তার মধ্যে এমন 2 টি স্টক আছে যার উত্থান নজর কারার মতো।এর ফলে রাকেশ বাবুর সম্পদ বেড়ে একদিনে হাজার কোটিতে। আসুন জানি কোন 2টি স্টকের জন্য রাকেশ বাবু আজকের খবরের শিরোনামে।

    img 20220712 121101

    এই দুটি স্টক(this two stock)!
    হ্যাঁ, রাকেশ ঝুনঝুনওয়ালা শেয়ার মার্কেটে করেছেন মালামাল। তার টাইটন ও ষ্টার হেলথ এন্ড আলাইড ইন্সুরেন্স এই 2 টি স্টক আজ হাজার কোটিরও বেশিতে। বৃহস্পতিবার এই 2টি স্টকের উত্থান ছিল ব্যাপক। যার মধ্যে একটি টাটা গ্রূপের কোম্পানি টাইটানের শেয়ার 8% এবং আরেকটি ষ্টার হেলথ স্টক 16% বেড়েছে।

       টাইটনের শেয়ার বিএসইতে বেড়ে 114.6 টাকা থেকে 2128 টাকায় বন্ধ হয়েছে। ট্রেন্ডিং চলাকালীন এই শেয়ার একসময় 2170.95 টাকা পযন্ত উঠেছিল। লক্ষ্য করলে দেখা যায় গত 1 বছরে টাইটানের শেয়ার 23% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এর মার্কেট ক্যাপ 1,88,920 কোটি টাকা। 1 বছরে এর সর্বাধিক দাম 2767.55 টাকা ও সর্বনিম্ন 1661.85 টাকা। সব মিলিয়ে রাকেশ ঝুনঝুনওয়ালার কাছে টাইটানের শেয়ার 4,48,50,970 টাকা।

       চলতি বছরের প্রথম দিকে অর্থাৎ এপ্রিল-জুন মাসে শেয়ারবাজারে দারুন উত্থান হয়েছে টাইটানের। এ সময় সংস্থার বিক্রি বেড়েছে 205%। ঘাটতির ফলাফলের কারণে বৃহস্পতিবার টাইটানেরব্যাপক লেনদেন হয়েছে। এর কারণে শুধুমাত্র ঝুনঝুনওয়ালা টাইটান থেকে সম্পদ বেড়ে 513.99 কোটিতে পৌঁছেছে।

    img 20220712 121117

        আর অন্যদিকে একই দিনে ষ্টার হেলথ-র স্টক BSE-তে 54.25 টাকা থেকে বেড়ে 530.20 টাকাতে দাঁড়ায়। সেই মুহূর্তে মারকেট ক্যাপ প্রায় 30544.83 কোটি টাকা। এই সংস্থায় রাকেশ বাবুর 8,28,82,958 শেয়ার রয়েছে অর্থাৎ 14.4%। একই সাথে তার স্ত্রীর 3.1% অর্থাৎ 1,78,70,977 শেয়ার রয়েছে। ঝুনঝুনওয়ালা ও তার স্ত্রীর ষ্টার হেলথের স্টক থেকে সম্পদ বেড়ে 546.59 কোটিতে পৌঁছেছে। অর্থাৎ বৃহস্পতিবার টাইটান ও স্টার হেলথ মিলিয়ে ঝুনঝুনওয়ালা সম্পদ বেড়ে 1060.58 কোটি টাকাতে পৌঁছেছে।