বর্তমান দিনের মানুষ বেশি পরিমাণে অর্থ উপার্জনের দিকে আগ্রহী হচ্ছে। যার ফলে উপার্জিত অর্থ অনেক সময় তাঁরা শেয়ার মার্কেটেও বিনিয়োগ করছেন। তাঁর মধ্যে অনেকেই আছেন যারা ‘বিগবুল’ রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) পোর্টফোলিওর দিকে নজর রেখে তাঁর বিনিয়োগ অনুসরণ করে সিদ্ধান্ত নিতেন। তবে এই শেয়ার বাজারে কোটি কোটি তিনি কিভাবে উপার্জন করতেন, তার কিছু টিপস তিনি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন।
রইল টিপস–
কেউ শেয়ারবাজারে রাজা নন- যে ব্যক্তি শেয়ার বাজারে রাজা হওয়ার চেষ্টা করেছেন, তাঁর পরিণতি জেল হয়েছে। তাই কেউই শেয়ার বাজারে রাজা নন। এখানে শেয়ার বাজার নিজেই রাজার ভূমিকায় রয়েছে।
ঝুঁকি থেকে সাবধান- সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ করার পরামর্শ দেন রাকেশ ঝুনঝুনওয়ালা (Rakesh Jhunjhunwala)। তাঁর কথায় ঝুঁকি থেকে সাবধান, তাই স্বল্পমেয়াদে হারানোর ঝুঁকি নিতে পারবেন সেই পরিমাণ বিনিয়োগ করবেন।
আশাবাদী হওয়া প্রয়োজন- যে কোন কাজেই আশা হারানো চলবে না । আর শেয়ার বাজারে ধৈর্য্যের বড় পরীক্ষা দিতে হয়। তাই এই খাতে বিনিয়োগের জন্য আশাবাদী হওয়া প্রয়োজন।
শেয়ার দরকে সম্মান করতে হবে- শেয়ারের প্রতিটি দামেই একজন ক্রেতা ও বিক্রেতা থাকার কারণে সবসময় দামকে সবসময় সম্মান করা উচিত বলে জানান রাকেশ ঝুনঝুনওয়ালা (Rakesh Jhunjhunwala)। তবে এই দামের সিদ্ধান্ত ঠিক হল নাকি ভুল, তা ভবিষ্যতে জানা যাবে।
নিজের উপর বিশ্বাস রাখতে হবে- এই কাজে সবার আগে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। বিনিয়োগ সম্পর্কে আত্মবিশ্বাসী না হলে নতুন চিন্তা করুন। তবে কখনই কারো থেকে ধার করে অর্থ বিনিয়োগ করবেন না। সর্বদা নিজের উপার্জিত অর্থ শেয়ার বাজারে বিনিয়গ করুনত। নাহলে অন্যের অর্থ বিনিয়োগের পর তা লোকসান হলে, অনেক সমস্যা হতে পারে।