Skip to content

স্বপ্নপূরণের দোরগোড়ায় রাকেশ ঝুনঝুনওয়ালারা, আকাশে ওড়ার ছাড়পত্র পেল Akasa Air

    img 20220709 111915

    এবার স্বপ্নপূরণের পালা, স্বপ্নপূরণ হতে চলেছে রাকেশ ঝুনঝুনওয়ালাদের (rakesh jhunjhunwala)। আকাশে ওড়ার সম্মতি পেল আকাসা এয়ার (akasa air)। স্বপ্নপূরণ হওয়ার পর এই এয়ারের প্রতিষ্ঠাতা ও সিইও বিনয় দুবে জানান, ‘আকাশে ওড়ার ছাড়পত্র পাওয়ার পর থেকেই আমরা আমাদের টিকিট বিক্রির জন্য অপেক্ষা করছি। বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করা হবে জুলাইয়ের শেষ থেকে’।

    জানা গিয়েছে সম্প্রতি ভারতের অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) তরফে জানানো হয়েছে, ‘Akasa Air’ এবার উড়ান পরিষেবা শুরু করতে পারে। অর্থাৎ ডিজিসিএর পক্ষ থেকে ‘Akasa Air’কে আকাশে ওড়ার সম্মতি দেওয়া হল।

    img 20220709 110643

    জানিয়ে রাখি, রাকেশ ঝুনঝুনওয়ালা (rakesh jhunjhunwala), বিনয় দুবে এবং আদিত্য ঘোষ রয়েছেন এই ‘Akasa Air’ এর পেছনে। এই সংস্থাকে গত বছর অগস্টে বাণিজ্যিক পরিষেবা শুরু করার অনুমোদন দিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ২০২৩ সালের মধ্যে এই সংস্থা বিভিন্ন রুট মিলিয়ে ১৮ টি বিমান চালানোর পরিকল্পনা করছে। মেট্রো শহর তো থাকছেই সেই সঙ্গে টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরেও পরিষেবা দেবে এই সংস্থা।

    ২০২২-২৩ অর্থবর্ষের শেষে মোট ১৮ টি বিমান থাকবে আকাসা এয়ারের (akasa air) হাতে, এমনটা জানা গিয়েছে। এরপর প্রতি ১২ মাসে ১২-১৪ টি বিমান যুক্ত হয়ে পাঁচ বছরে মোট ৭২ টি বিমান হবে আকাসা এয়ারের আয়ত্তায়।

    img 20220709 110701

    আর একটি বিষয় জানিয়ে রাখি, উড়ান পরিষেবা শুরুর করার জন্য বেশ কয়েকটি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। তারউপর বেশকিছু নিয়মনীতিও মেনে চলতে হয়। আর সেইসব সম্পূর্ণ হলে তবেই উড়ান পরিষেবা শুরু করার ছাড়পত্র পায় কোন সংস্থা। সেই কারণেই এয়ারলাইন্স লাইসেন্স গুরুত্বপূর্ণ একটি বিষয়।