সেলিব্রিটিদের নিয়ে সর্বদাই মানুষের মনে একটু বেশিই কৌতূহল থাকে। তাঁদের অভিনয় জগত নিয়ে জানা থেকে শুরু করে, তাঁদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সব বিষয়েই আগ্রহী থাকে দর্শকরা। আর এসবের মধ্যে যদি কোন তারকার কোন ছবি শেয়ার হয় স্যোশাল মিডিয়ায়, তাহলে সেই ছবি ভাইরাল হতে বেশি সময় নেয় না। আর সেইসঙ্গে সেই ছবির বিষয়ে বিশদের জানতেও আগ্রহী হয় নেটিজনরা।
বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিকে ঘিরে উত্তেজনা বেড়েছে দর্শকমহলে। যে ছবিতে দেখা গিয়েছে বলি অভিনেত্রী পারভিন ববি (Parveen Babi), বিখ্যাত কমেডিয়ান আসরানিকে (Asrani) এবং আরও এক মহিলা। কিন্তু তিন ব্যক্তির এই ছবিতে তৃতীয় ব্যক্তিটি আসলে কে, তা নিয়ে দ্বন্ধ তৈরি হয়েছিল নেটদুনিয়ায়। আসল বিষয় হল, ছবিতে থাকা দুই মহিলার হাতেই রয়েছে সিগারেট।
ছবিতে স্পষ্টভাবে আসরানি (Asrani) এবং পারভিন ববিকে (Parveen Babi) বোঝা গেলেও সেই তৃতীয় ব্যক্তিটিকে অনেকেই চিনতে পারেনিনি। তিনি আর কেউ নন, তিনি হলেন বলি অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রু (Anju Mahendru)। ছবিতে তাঁকে দেখে অনেকেই চিনে উঠতে পারেননি। তবে ছবিতে ওভাবে দুই অভিনেত্রীকে সিগারেট ধরাতে দেখে অনেকেই তাজ্জব হয়ে গিয়েছে। তবে ছবিটি দেখেই বোঝা যাচ্ছে, এটি কোন পার্টির ছবি।
জানিয়ে রাখি, একাধিক টিভি শো এবং চলচ্চিত্রে কাজ করেছিলেন অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রু (Anju Mahendru)। পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশিরভাগ সময় আলোচনায় থাকা এই অভিনেত্রীর সঙ্গে ৭ বছর ধরে সম্পর্ক ছিল আরও এক বলি তারকা রাজেশ খান্নার। কিন্তু তাঁদের সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। কোন ব্যক্তিগত কারণে, তাঁদের মধ্যেকার সম্পর্কে ইতি পড়ে যায়। জানা যায়, একসময় নাকি অভিনেতা রাজেশ খান্না (Rajesh Khanna) এই অভিনেত্রীকে খুন করতেও চেয়েছিলেন।
তবে বর্তমান সময়ে এই অঞ্জু মহেন্দ্রু (Anju Mahendru), আসরানি (Asrani) এবং পারভিন ববির (Parveen Babi) এই সাদা কালো ফ্রেমের ছবিটি স্যোশাল মিডিয়ায় শেয়ার হতেই মিহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে।