এবারের রথযাত্রা (rath yatra) শুরু হচ্ছে ১ লা জুলাই। আর প্রতিবছর রথের সময় পুরীতে (puri) দর্শণার্থীদের উপছে পড়া ভিড় দেখা যায়। আর ঠিক সেই কারণেই টিকিট কাটতে গিয়ে নাভিশ্বাস উঠে যার সাধারণ মানুষের। তিন মাস আগে থাকতে টিকিট কেটেও ওয়েটিং লিস্টে দেখা যায় টিকিট। যার ফলে রথে জগন্নাথ দর্শন হবে কিনা, সেই নিয়ে সংশয়ে থাকেন বহু মানুষ।
তবে এবার মানুষের সেই সংশয় দূর করে দিল ভারতীয়ই রেল (indian railway)। সাধারণ মানুষের কথা চিন্তা করেই এক বড় সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব, চালু করতে চলেছে রথ যাত্রা স্পেশাল ট্রেন (Rath Yatra Special Train)। যার ফলে চিন্তায় থাকা মানুষজন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। মন খুলে আনন্দ করতে করতে যেতে পারবেন জগন্নাথ দর্শন করতে।
দেখে নিন তালিকা-
আগামী ২৯ শে এবং ৩০ শে জুন দুই জোড়া স্পেশাল ট্রেন ছাড়া হবে হাওড়ার শালিমার থেকে। আগামী ২৯ শে জুন রাত ৯ টা বেজে ৪০ মিনিটে শালিমার থেকে ছেড়ে পরের দিন সকাল ৭ টায় পুরী স্টেশনে পৌঁছে দেবে শালিমার-পুরী স্পেশাল ট্রেন।
৩০ শে জুন রাত ১১ টা বেজে ৫ মিনিটে পুরী (puri) থেকে রওনা না দিয়ে পর দিন সকাল ৯ টা বেজে ৩০ মিনিটে শালিমার স্টেশনে পৌঁছাবে এই ট্রেন।
এই ট্রেনে ১ টি বাতানকুল ২ টায়ার, ২ টি বাতানকুল ৩ টায়ার এবং ১১ টি স্লিপার কালস এবং দ্বিতীয় শ্রেণীর কোচ থাকবে ৬ টি।
আবার, ২৯ শে জুন দুপুর ১ টা বেজে ৪৫ মিনিটে শালিমার থেকে ছেড়ে রাত ১০ টা বেজে ৩ মিনিটে পুরী (puri) পৌঁছাবে অপর ট্রেনটি। পরদিন ভোর ৫ টা বেজে ৩০ মিনিটে পুরী থেকে ছেড়ে দুপুর নাগাদ শালিমার স্টেশনে আসবে এই ট্রেনটি। এই স্পেশাল ট্রেন দেওয়ার ফলে কিছুটা স্বস্তিতে রয়েছেন পর্যটকরা।