Skip to content

ব্যবসা সামলাতে এবার বিদেশ পাড়ি দিলেন রচনা ব্যানার্জী, খুললেন দোকানও

    img 20221114 130029

    বাংলা বিনোদন দুনিয়ার অন্যতম এক জনপ্রিয় অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জী (Rachna Banerjee)। চলচ্চিত্র থেকে রিয়্যালিটি শোয়ের হোস্ট, সবকিছুতেই নাম্বার 1 তিনি। কেরিয়ারের শুরুতে আবার ওড়িয়া ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি।

    এখানেই শেষ নয়, বাংলায় মিঠুন, প্রসেনজিৎ, দেব থেকে শুরু করে হিন্দি বিনোদন দুনিয়ায় বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি তাঁকে আবার রিয়্যালিটি শো ‘দিদি নাম্বার 1’ হোস্ট করতেও দেখা যায়। সবমিলিয়ে জনপ্রিয়তা তুঙ্গে থাকা এই অভিনেত্রী এবার পাড়ি দিলেন বিদেশ, সেখানেই খুললেন এক দোকান।

    img 20221114 130754 copy

    বিষয়টা এবার খোলসা করেই বলি, এবার বিদেশে শাড়ির ব্যবসা এগিয়ে নিয়ে গেলেন টলি অভিনেত্রী রচনা ব্যানার্জী (Rachna Banerjee)। অভিনয়ের পাশপাশি নিজে একটি শাড়ির ব্যবসাও করেন এই অভিনেত্রী। ‘রচনাস ক্রিয়েশন’ নামে এই ব্র্যান্ড তাঁর অনুরাগী থেকে স্যোশাল মিডিয়া সর্বত্রই বেশ জনপ্রিয়। এবার তাঁর এই ব্যবসা পাড়ি দিল দুবাই।

    প্রথমটায় ফেসবুক লাইভে শুরু করা তাঁর এই ব্যবসা, এখন বেশ বড় হতে শুরু করেছে। এই ব্যবসা শুরু করার সময় প্রথম থেকেই তাঁকে অনেক অপমান, কটাক্ষের শিকার হতে হয়েছে। তবে সেসব পুরোন কথাকে দূরে সরিয়ে নিজের পরিশ্রমের ফল পেলেন অভিনেত্রী রচনা ব্যানার্জী।

    সম্প্রতি দুবাইতে এক দোকান নেওয়ায় অনেক কটাক্ষের শিকার হতে হলেও, এই দোকানের উদ্বোধন করলেন রচনা ব্যানার্জী (Rachna Banerjee)। একথা নিজেই জানালেন অভিনেত্রী। সেইসঙ্গে দোকান খোলার পর বেশ কয়েকজন বেশ কিছু অনুরাগীদের সঙ্গে আবার ছবিও তুললেন তিনি।