Skip to content

পুষ্পা ভাউয়ের রিয়েল লাইফ স্ত্রীকে দেখতে শ্রীবল্লীর থেকেও বেশি সুন্দর, দেখুন আল্লুর আসল স্ত্রী’র ছবি

    img 20230113 183255

    দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা “আল্লু অর্জুন” (Allu Arjun) ভারতের একজন জনপ্রিয় অভিনেতা। আজ তিনি কোনো পরিচয়ের ওপর নির্ভরশীল নন। পুষ্পা (Pushpa) ছবিটি তাকে সারা ভারতে বিখ্যাত করে তোলে। এই ছবিতে আল্লু অর্জুন তার বিশেষ অ্যাকশন এবং স্টাইলিশ অভিনয়ের কারণে মানুষকে পাগল করে তুলেছিল। একই সঙ্গে তার প্রতিটি চরিত্রই অসাধারণ। পুষ্পা ছবির গান থেকে শুরু করে সংলাপ সবই মানুষ খুব পছন্দ করেছে।

    img 20230113 183553

    আজকের প্রতিবেদনে আমরা তার সুন্দরী স্ত্রী সম্পর্কে বলব, যিনি বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা এবং ক্যাটরিনা কাইফের মতো অভিনেত্রীদের তার সৌন্দর্য দিয়ে পরাজিত করেছেন। উল্লেখ্য আল্লু অর্জুনের স্ত্রীর নাম “স্নেহা রেড্ডি”। অন্যদিকে, আল্লু অর্জুন এবং স্নেহা জুটি টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। দুজনই পাওয়ার কাপল হিসেবে পরিচিত।

    img 20230113 184000

    ৬ই মার্চ ২০১৬-এ, আল্লু অর্জুন এবং স্নেহা রেড্ডি হায়দ্রাবাদে বিবাহ করেন। একই সঙ্গে এই দম্পতিরা দুই সন্তানের বাবা-মাও হয়েছেন। জানিয়ে রাখি যে, আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডি খুব সুন্দরী নারী। স্নেহা রেড্ডি আমেরিকা থেকে কম্পিউটার সায়েন্স ডিগ্রি নিয়েছেন। আর তার বাবা হায়দ্রাবাদের একজন সুপরিচিত ব্যবসায়ী। আল্লু অর্জুন এবং স্নেহা রেড্ডি একে অপরকে খুব ভালবাসতেন। একই সময়ে, তারা উভয়ই পরে বিয়ে করে আজীবন একে অপরের হয়ে যান।

    img 20230113 183307

    স্নেহাকে প্রথম দেখাতেই প্রেমে পরে ছিলেন আল্লু। তার এক বন্ধুর বিয়েতে স্নেহাকে প্রথম দেখেছিলেন আল্লু। স্নেহার সৌন্দর্য দেখে আল্লু প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। এরপর আল্লু ও স্নেহার পরিচয় হয় এক কমন ফ্রেন্ডের মাধ্যমে। একইসঙ্গে প্রথম সাক্ষাতে দুজনেই একে অপরের নম্বরও বিনিময় করেন। আল্লু অর্জুনের কাজের ফ্রন্ট সম্পর্কে কথা বললে, তিনি দক্ষিণের ছবিতে একাধিক সুপারহিট ছবি দিয়েছেন। আল্লু অর্জুনের কেবল ভারতে নয় বিদেশেও প্রচুর ভক্ত রয়েছে।