বর্তমান সময়ের দর্শকদের মধ্যে দক্ষিণি চলচ্চিত্র দেখার প্রতি একটা বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। একদিকে যেমন দক্ষিণি সিনেমা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রেক্ষাগৃহগুলোতে উপছে পরা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে হিন্দি কিংবা বাংলা চলচ্চিত্রগুলো সেভাবে দর্শকদের আকর্শণ করতে পারছে না। তবে আগামী ৩০ শে সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘বিক্রম ভেধা’ (Vikram Vedha) এবং ‘পনিয়িন সেলভান’ (PS1)। ধারণা করা হচ্ছে, এই ছবিদুটোর মধ্যে দারুণ প্রতিযোগিতা হতে চলেছে।
গায়ত্রী পুষ্কর জুটি পরিচালিত দক্ষিণি ছবির রিমেক ‘বিক্রম ভেদা’য় দেখা যাবে বলি অভিনেতা হৃতিক রোশন এবং সাইফ আলি খানকে। তবে এই পরিচালকদ্বয়ের মধ্যে একজন পুস্কর ধারণা করছেন ‘বিক্রম ভেধা’ এবং ‘পনিয়িন সেলভান’র মধ্যে বড় টক্কর হতে চলেছে।
এই বিষয়ে পরিচালক বলেন, ‘পোনিয়িন সেলভান একটি ক্লাসিক উপন্যাস যা চোল সাম্রাজ্যের সময় সেট করা প্লট বর্ণনা করে, যা কোনভাবেই খারাপ হবার নয়। এই ছয় খণ্ডের বই আমি পড়েছি এবং সেইসঙ্গে চেন্নাই থেকে আসা প্রতিটি লেখকের জন্য এটি একটি অনুপ্রেরণা’।
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের কাজ করেছি, এবার দর্শক তাঁদের কাজ করবে। আমরা আশাবাদী দুটো চলচ্চিত্রই মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে দেখবে। আমিও শুক্রবার থেকে রবিবারের মধ্যে একদিন অবশ্যই PS1 দেখতে যাব’। অন্যদিকে সইফ আলি খানও দর্শকদের দুটো চলচ্চিত্র দেখার জন্য উৎসাহিত করেছেন।
অন্যদিকে কৃষ্ণ মূর্তি রচিত একই নামের উপন্যাস অবলম্বনে ‘পোন্নিয়ান সেলভান’ ছবিটি নির্মিত হয়েছে। এই তামিল ছবিতে বহুদিন পর দেখা যাবে বলি অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে, যা এই ছবির অন্যতম প্রধান আকর্ষণ হিসাবে গণ্য করা হচ্ছে।