Skip to content

একে অপরকে ফুচকা খাইয়ে দিচ্ছেন প্রসেনজিৎ, দেব এবং রচনা! ভাইরাল ভিডিও দেখে জিভে জল নেটিজনদের

  img 20221114 174955

  সম্প্রতি স্যোশাল মিডিয়ায় আবারও ব্যাপকভাবে ভাইরাল হল বেশ কিছুদিনের পুরনো একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছিল গপাগপ ফুচকা (Phuchka) খাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), দেব (Dev) ও রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। তবে এটি কোন চলচ্চিত্রের দৃশ্য নয়। তাহলে কেন হঠাৎ একই সঙ্গে ফুচকা খেলেন এই তারকারা?

  জানিয়ে রাখি, কিছুদিন আগেই অর্থাৎ গত ৩০ শে সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ইশা সাহা অভিনীত চলচ্চিত্র ‘কাছের মানুষ’ (Kacher Manush)। পরিচালক পথিকৃৎ বসুর এই চলচ্চিত্র মুক্তি পাওয়ার আগে বিভিন্ন জায়গায় এর প্রমোশন করা হচ্ছিল। আর সেই প্রমোশনের কাজেই একদিন জনপ্রিয় নন-ফিকশন শো ‘দিদি নম্বর ১’ (Didi No 1)এ হাজির হয়েছিলেন এই তারকারা। আর সেখানেই টপাটপ ফুচকা খেলেন বাংলা বিনোদন দুনিয়ার জনপ্রিয় এই তারকারা।

  ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছিল, ‘দিদি নম্বর ১’র সেটে দাঁড়িয়ে রয়েছে এক ফুচকার গাড়ি। আর সেই গাড়িতে ফুচকাওয়ালার জায়গায় হাতে প্লাস্টিকের গ্লাভস পড়ে ফুচকা বানাচ্ছেন টলি স্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁরই পাশে রয়েছেন টলিউডের আরও এক স্টার দেব। আর তাঁদের সঙ্গে রয়েছেন এই শোয়ের হোস্ট রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)।

  সেখানে দেখা যায়, ফুচকা বানিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় খাইয়ে দিলেন পাশে দাঁড়িয়ে থাকা সুপারস্টার দেবকে। আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটি ফুচকা বানিয়ে খাইয়ে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়কে। এসবের মাঝে একটি শুকনো ফুচকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে খাইয়ে দিলেন অভিনেতা দেব।

  স্যোশাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ফুচকাপ্রেমী মানুষ থেকে শুরু করে নেটিজন সকলেরই মনে ধরে যায়। সেইসঙ্গে দাবানলের মত ভাইরাল হতে থাকে এই ভিডিওটি (viral video)।