Skip to content

মনে আছে প্রসেনজিতের সেই ফেমাস ডায়লগ “আমি চুরি করিনি মা”, প্রকাশ্যে সেই ভাইরাল ডায়লগের রহস্য

    img 20220912 144247

    প্রায় ৩০ দশক ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করছেন টলি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee)। তাঁর এই বিশাল কেরিয়ারে প্রায় ৩৫০-র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। দিয়েছেন একের পর এক সুপ্রাহিট ছবি উপহার। ঋতুপর্ণা থেকে কোয়েল, হরনাথ চক্রবর্তী থেকে পথিকৃৎ বসু, এই বিনোদন জগতে প্রায় সবপ্রজন্মের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, প্রযোজকদের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে।

    একটা সময় এমনও হয়েছে, প্রতিটি শুক্রবারে প্রেক্ষাগৃহে একের পর এক প্রসেনজিৎ চ্যাটার্জীর ছবিই মুক্তি পেত। শহর থেকে গ্রাম, সর্বত্রই তাঁর নাম ছড়িয়ে রয়েছে। তবে তাঁর কেরিয়ারে একটি সংলাপের কারণে, আজও হাসির খোরাক হতে হয় বুম্বাদাকে।

    img 20220912 144204

    সিলভার স্ক্রিনে ভিলেনের সঙ্গে হিরোর মারপিট থেকে শুরু করে নায়িকার সঙ্গে রোমান্স, এসবের মধ্যে আবার নায়কের মুখে বাঘা বাঘা সংলাপ, সবকিছু মিলিয়েই একটা ছবি হিট করত বক্স অফিসে। সেরকমই প্রসেনজিৎ চ্যাটার্জীর মুখের এমন একটি সংলাপ রয়েছে, যার কারণে তরুণ প্রজন্মের কাছে আজও হাসির পাত্র হতে হয় তাঁকে।

    ‘আমি চুরি করিনি মা…’ প্রসেনজিৎ চ্যাটার্জির (Prosenjit Chatterjee) মুখের এই বিখ্যাত সংলাপ সময়ের অবকাশে ধীরে ধীরে তরুণ প্রজন্মের কাছে ঠাট্টার হয়ে উঠেছে। কারণ এই সংলাপ বলার সময় দাঁত চিপে তাঁকে সংলাপ বলতে শোনা গিয়েছিল। আর বিখ্যাত এই সংলাপ একদিকে যেমন আজও সমানভাবে হিট হিট, তেমনই অন্যদিকে হাসাহাসিও হয় এই সংলাপ নিয়ে।

    img 20220912 144152

    এত বছর পর এবার এই সংলাপের পেছনের আসল রহস্য ফাঁস করলেন বুম্বাদা। সর্বসমক্ষেই জানালেন কেন সেইসময় দাঁত কিড়মিড় করেছিলেন তিনি। আসল বিষয়টা হল, সেইসময় প্রায় তিন সিফটে কাজ করছিলেন অভিনেতা। আর টানা কাজ করার ফলে তাঁর প্রচন্ড তেষ্টাও পেয়ে গিয়েছিল। যে কারণে তিনি সেটে থাকা একটি জগ থেকে জল খেতে গিয়েছিলেন। কিন্তু মুখে জল ঢালতেই তিনি বুঝতে পারেন, সেই তরল পদার্থ আসলে দাঁড়ি গোঁফ লাগানোর গাম। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছে। আর সেই অবস্থাতেই সংলাপ বলতে গিয়ে এমন দাঁত কিড়মিড় করে সংলাপ বলেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee)।