Skip to content

রেস্তোরাঁ থেকে বিলাসবহুল গাড়ি, রয়েছে আবার ব্যক্তিগত দ্বীপও! রইল জ্যাকলিনের সম্পত্তির হিসেব

    বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (jacqueline fernandez) বরাবরই সংবাদ শিরোনামে থাকেন। কিছুদিন আগেই সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়ায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির নজরে পড়েন তিনি। সেই কারণে জ্যাকলিনের ৭.২৭ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করে ইডি।

    এই সময় জানা গিয়েছিল, ঠিক কত টাকার সম্পত্তি রয়েছে জ্যাকলিনের। সিডনি বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়শুনা করার পাশাপাশি মিস ইউনিভার্স শ্রীলঙ্কাও হয়েছিলেন জ্যাকলিন। ২০০৯ সালে ‘আলাদিন’ ছবির হাত ধরে অভিনয় জগতে পদার্পণ করেন এই বলি অভিনেত্রী। জানা যায় একটা সময় টিভি রিপোর্টারও ছিলেন জ্যাকলিন।

    রিপোর্ট বলছে, বছরে প্রায় ৬ কোটি টাকা আয় করেন জ্যাকলিন। এক একটি ছবির জন্য প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। সেইসঙ্গে ব্র্যান্ডের পোশাক ‘জাস্ট এফ’-র সঙ্গে যুক্ত থাকায় সেখান থেকে কোটি কোটি টাকা আয় করেন জ্যাকলিন।

    এখানেই শেষ নয়, রেঞ্জ রোভার, মার্সিডিজের মতো বেশকিছু বিলাসবহুল গাড়িও রয়েছে জ্যাকলিনের (jacqueline fernandez)। সেইসঙ্গে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে একটি দ্বীপও রয়েছে জ্যাকলিনের। আবার শ্রীলঙ্কার কলম্বোতে জ্যাকলিনের একটি রেস্তোরাঁও রয়েছে, যেখান থেকে কোটি কোটি টাকা আয় করেন তিনি। সবমিলিয়ে বর্তমানে প্রায় ৭৫ কোটি টাকার মালকিন এই বলি অভিনেত্রী।

    মার্ডার ২, রয়, কিক, বচ্চন পান্ডে, ড্রাইভ, হাউসফুল ৩, রেস ২, ব্রাদার্সসহ একাধিক ছবিতে নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন জ্যাকলিন।