Skip to content

অভিনয়ের পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও মিঠুন চক্রবর্তী, একাধিক পাঁচতারা হোটেলের মালিক

    মিঠুন চক্রবর্তী (mithun chakraborty) নামটা শুনলেই মনে পড়ে যায়, আশির দশকের সুপার হিট সব ছবির কথা। কোনও গডফাদার ছাড়াই যেই সময় হিন্দি বিনোদন জগতে দাপিয়ে বেড়াচ্ছিলেন মিঠুন চক্রবর্তী। আট থেকে আশি, তাঁর নাচের তালে পা মিলিয়েছেন সকলেই।

    শুধু বিনোদন জগতই নয়, সেইসঙ্গে একটি ব্যবসাও রয়েছে মিঠুন চক্রবর্তীর। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচারাভিযানে দেখা গিয়েছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। আর সেই সময় থেকেই প্রকাশ্যে আসে মহাগুরুর সমস্ত সম্পত্তির হিসেব।

    ১৯৭৬ সালে ‘মৃগয়া’ ছায়াছবির হাত ধরে অভিনয় জগতে পদার্পণ করেন মিঠুন চক্রবর্তী। এমনকি এই ছবির জন্য সেরা অভিনেতার জন্য জাতীয় পুরষ্কারও পেয়েছিলেন তিনি। এখনও অবধি কর্মজীবনে ওড়িয়া, হিন্দি, বাংলা, কন্নড়, পাঞ্জাবি, তেলুগু, তামিল এবং ভোজপুরি সহ ৩৫০ টিরও বেশি ছবিতে দেখা গিয়েছে মহাগুরুকে।

    ‘দুর্নীতি’, ‘ঘর এক মন্দির’, ‘ওয়াতান কে রাখওয়ালে’, ‘হামসে উচকার কৌন’, ‘কারামা’, ‘করম’, ‘অবিনাশ’, ‘জল’, ‘ডিস্কো ডান্সার’, ‘চরণ কি সৌগন্ধ’, ‘হামারে হ্যায় জামানা’, ‘বক্সার’, ‘বাজি’, ‘কাসাম জানকনে ওয়ালে কি’, ‘প্যায়ার ঝুটা কে নাহিন’র পাশাপাশি ‘টাইগার’, ‘গুরু’, ‘মহাগুরু’, ‘MLA ফাটাকেষ্ট’, ‘মিনিস্টার ফাটাকেষ্ট’, ‘যুদ্ধ’সহ একাধিক ছবিতে মিঠুন চক্রবর্তী নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন।

    মিঠুন চক্রবর্তী অভিনয় জগতে আসার পর শ্রীদেবীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে জানা যায়। তবে পরবর্তীতে অভিনেত্রী যোগিতা বালিকে বিয়ে করে এক মেয়ে এবং তিন ছেলেকে নিয়ে তাঁর সংসার। জানা যায়, বর্তমানে ২৯২ কোটি টাকার সম্পত্তির মালিক হলেন মহাগুরু।

    অভিনয়ের পাশাপাশি আবার হোটেলের ব্যবসাও রয়েছে মিঠুন চক্রবর্তীর (mithun chakraborty))। জানা যায়, উটি, তামিলনাড়ুর মসনগুড়ি এবং কর্ণাটকের মহীশূরে বিলাসবহুল হোটেল রয়েছে মিঠুন চক্রবর্তীর। উটির হোটেলটিতে ৫৯ টি কক্ষ, ৪ টি বিলাসবহুল আসবাবপত্র স্যুট, স্বাস্থ্য ফিটনেস সেন্টার, সুইমিং পুল রয়েছে।

    এছাড়াও, মাল্টিকুজিন রেস্টুরেন্ট, শিশুদের খেলার মাঠ, ঘোড়ায় চড়া, ১৬টি বাংলো, ৪টি স্ট্যান্ডার্ড রুমের মতো সুবিধা রয়েছে মাসিনাগুড়িতে। পাশাপাশি নন এসি লফ্ট, বাংলো ও কটেজও রয়েছে তাঁর। জানা যায়, হোটেল ‘মোনার্ক গ্রুপ অব হোটেলস’-এর কোটি কোটি টাকার মালিকও হলেন মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading