Skip to content

অভিনয় দক্ষতা দিয়ে ছাপ রেখেছে দর্শকদের মনে, পরিবারের জন্য কোটি টাকার সম্পত্তিও রেখেছেন ইরফান খান

    ২০২০ সালের ২৯ শে এপ্রিল বলিউড ইন্ডাস্ট্রিতে নেমে আসে শোকের ছায়া। অভিনয় জগত সেইসঙ্গে ইহজগতের মায়া কাটিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিখ্যাত অভিনেতা ইরফান খান (irrfan khan)। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা ছিল ইরফান খানের।

    ইরফানের খানের মৃত্যুর খবর পেয়ে হতবাক হয়ে যান তাঁর বিরাট ভক্তকূল। সশরীরে আমাদের মধ্যে বেঁচে না থাকলেও, নিজের অভিনয় দক্ষতা দিয়ে সারাজীবন দর্শকদের হৃদয়ে অমর হয়ে থাকবেন এই মানুষটি। তবে তাঁর মৃত্যুর পর তাঁর জীবন এবং সম্পত্তির পরিমাণ কি ছিল, সেই বিষয়েই এখন আলোচনা করব।

    স্ত্রী সুতপা সিকন্দর এবং দুই ছেলে বাবিল ও আয়ানকে নিয়ে ছিল ইরফান খানের (irrfan khan) পরিবার। ১৯৯০ সালে ‘দ্য ডেথ অব আ ডক্টর’ ছবির মধ্য দিয়ে অভিনয় জগতে পদার্পণ করেন ইরফান খান। তবে ‘হাসিল’ ছবিতে খলনায়কের চরিত্রটিকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলার কারণে, তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। সেইসঙ্গে এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন।

    ‘মকবুল’, ‘লাইফ ইন আ মেট্রো’, ‘পিকু’, ‘জজবা’, ‘রোগ’, ‘সালাম বম্বে’, ‘বিলু বারবার’ একাধিক ছবিতে নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছিলেন এই অভিনেতা। সেইসঙ্গে ‘চাণক্য’, ‘ভারত এক খোঁজ’, ‘সারা জাহান হামারা’, ‘চন্দ্রকান্তা’, ‘বনেগা তুমি বাত’-এর মতো ধারাবাহিকেও দেখা গিয়েছিল এই অভিনেতাকে। তবে ‘আংরেজি মিডিয়াম’র পর আর কোন ছবিতে তাঁকে দেখা যায়নি।

    চলচ্চিত্রের মাধ্যমেই বেশি অর্থ উপার্জন করতেন ইরফান খান। সেইসঙ্গে বহু বিজ্ঞাপনেও তাঁকে কাজ করতে দেখা গিয়েছে। তবে এক একটি ছবির জন্য ১৫ থেকে ১৬ কোটি টাকা পারিশ্রমিক নিতেন তিনি।

    এছাড়াও সম্পত্তি বলতে, বিলাসবহুল গাড়ির শখ থাকায় বিএমডব্লিউ, সেলিকা, মাসেরাতি কোয়াত্রোপোর্ট, অডির মতো অনেক গাড়ি ছিল ইরফান খানের। সেইসঙ্গে মুম্বাইয়ের জুহু এলাকায় তাদের একটি বিলাসবহুল বাড়িও রয়েছে বলে জানা গিয়েছে, যার দাম কোটি কোটি টাকা।