Skip to content

সম্পত্তির দিক থেকে বিরাটকে টেক্কা দিচ্ছেন অনুষ্কা, জেনে নিন কত কোটি টাকার মালিক ভামিকার মা

  ‘রব নে বানা দি জোড়ি’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউড বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন বছর ১৯-র অনুষ্কা শর্মা (anushka sharma)। প্রথম ছবিতেই বলিউড বাদশা শহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন অনুস্কা। আর প্রথম ছবিতেই কিস্তিমাৎ। পেছনে ফিরে আর তাকাতে হয়নি তাঁকে। একের পর এক সুপারহিট ছবিতে দেখা গিয়েছে অনুষ্কা শর্মাকে।

  কেরিয়ারের শুরুতে মডেল হিসাবে কাজ শুরু করলেও, পরবর্তীতে সিনেমায় নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন অনুষ্কা শর্মা। ‘জিরো’, ‘সুই ধাগা’, ‘সুলতান’, ‘জব তক হ্যায় জান’, ‘ইয়ে দিল হ্যায় মুশকিল’, ‘বম্বে ভেলভেট’, ‘বড়স কোম্পানি’, ‘দিল ধড়কনে দো’, ‘জব হ্যারি মেট সেজল’, ‘পিকে’, ‘মাতরু কি বিজলি কা মন দোলা’, ‘পাতিয়ালা হাউস’, ‘সঞ্জু’সহ একাধিক ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে অনুষ্কাকে।

  শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই থেমে থাকেননি অনুষ্কা। অভিনয়ের পাশাপাশি ‘বুলবুল’, ‘পরী’, ‘এনএইচ ১০’-এর মতো ছবি প্রযোজনা করতেও দেখা গিয়েছে তাঁকে। ভাই কর্ণেশ শর্মার সঙ্গে ২০১৩ সাল থেকে প্রযোজনার কাজ করছেন অনুষ্কা। এমনকি ‘পাতাল লোক’ নামে একটি ওয়েব সিরিজেরও প্রযোজকও ছিলেন অনুষ্কা। এছাড়া ২০১৭ সালে নুশ নামে একটি পোশাক ব্র্যান্ডও চালু করেন তিনি।

  অভিনয় দুনিয়ার মধ্য দিয়েই পরিচয় হয় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে। তাঁদের মধ্যেকার প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণতি পায়। ইতিমধ্যেই অনুষ্কা এবং বিরাটের ঘর আলো করে জন্ম নিয়েছে ভামিকা। অন্যদিকে অনুষ্কা বর্তমান সময়ে ৩৪ বছরে পা দিয়েছেন।

  তবে এই অল্প বয়সেই কয়েক কোটি টাকার সম্পত্তির মালিকও হয়ে গিয়েছেন অনুষ্কা। রিপোর্ট বলছে, ২০১৯ সাল পর্যন্ত ৯০০ কোটি টাকার মালিক ছিলেন ক্রিকেটার বিরাট কোহলি। অন্যদিকে অনুষ্কার সম্পত্তির পরিমাণ জানা গিয়েছে ৩০০ কোটি টাকা।

  এছাড়া ৮০ কোটি টাকা দামের হরিয়ানার গুরুগ্রামে বিলাসবহুল বাড়ি রয়েছে অনুষ্কার। অন্যদিকে এক একটি সিনেমার জন্য প্রায় ৭ থেকে ৮ কোটি টাকা করে পারিশ্রমিক নেন অনুষ্কা। সেইসঙ্গে বেশকিছু বিজ্ঞাপনে অভিনয় করেও লক্ষ লক্ষ টাকা আয় করেন অনুষ্কা শর্মা। হিসেব বলছে, অনুষ্কা এবং বিরাটের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২০০ কোটি টাকা।