Skip to content

টলিউড বিতর্কে নিয়ে অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন প্রসেনজিৎ চ্যাটার্জী, বললেন একথা

    img 20220614 184115

    বুম্বাদা নামে পরিচিত টলিউড খ্যাত সুপারস্টার হলেন প্রসেনজিৎ চ্যাটার্জী (prosenjit chatterjee)। যিনি 2000-দশকে টলিউড ইন্ডাস্ট্রিতে এক তরফা রাজ করেছেন। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজও দারুণভাবে সক্রিয়। ‘তিনি নিজেই একটি ইন্ডাস্ট্রি’ দীর্ঘ কয়েক বছর ধরে এই তকমাটাই সেটে গেছে তার নামের পাশে। এই নিয়ে তর্ক-বিতর্ক কম হয়নি। এরই মাঝে প্রসেনজিৎ চ্যাটার্জী এক সাক্ষাৎকারে দিলেন এক বড় বয়ান।

    img 20220614 192536

    আসলে আনন্দবাজার অনলাইন আড্ডার আসরে প্রসেনজিৎকে এই তকমার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “লোকে বলে আমি নিজেই ইন্ডাস্ট্রি। এটা সৃজিত মুখোপাধ্যায়ের অটোগ্রাফ ছবির জনপ্রিয় সংলাপ, ‘আমি অরুণ চট্টোপাধ্যায়, আমি ইন্ডাস্ট্রি’। তাই হয়তো এত জনপ্রিয়”। এরপর একই সাথে পাল্টা প্রশ্ন তুলে তিনি বলেন, ‘কেউ কোনদিন ‘ইন্ডাস্ট্রি’ হতে পারে? কারো একার পক্ষে কি ইন্ডাস্ট্রি হওয়া সম্ভব’?

    বিগত কয়েক দশক ধরে টলিউড জগতে দাপটের সাথে রাজ করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জী। তার কথায় যত দিন যাচ্ছে ছবির ধরন পরিবর্তন হয়েছে ও বদলেছে মানুষের পছন্দ। টলিউড জগতে একটা সময় সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, শুভেন্দু চট্টোপাধ্যায়ের মত তাবড় তাবড় অভিনেতারা রাজ করেছে। তারপর তাদের জায়গায় এসেছে পরবর্তী প্রজন্ম তাপস পাল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চিরঞ্জিত ও প্রসেনজিতের মতে অভিনেতারা। তিনি জানিয়েছেন এই ভাবে কাজ করতে করতে টলিউড ইন্ডাস্ট্রির উপর তাদের দায়িত্ব বেড়েছে।

    img 20220614 192749

    এই প্রসঙ্গে প্রসেনজিৎ বলেছেন, এই ভাবে কাজ করতে করতে আস্তে আস্তে আমার উপর দায়িত্ব বেড়েছে। সেসব সামলাতে গিয়ে আমি বলিউড ইন্ডাস্ট্রি সিইও-র পদে। একজন সিইও-র যা যা করণীয় তা আমি করার চেষ্টা করে এসেছি। এর জন্য আমি কি কখনো বলতে পারি ‘আমি ইন্ডাস্ট্রি’? এই প্রসঙ্গে তিনি আরো বলেছেন, একটা ছবিতে ছোট থেকে বড় সব চরিত্র সকলেই সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টলিউড একটা সংস্থা যেখানে প্রচুর মানুষ পায়ের ঘাম মাথায় ফেলে কাজ করে থাকেন। তবে তিনি গোটা ‘ইন্ডাস্ট্রি’ কিনা এই বিষয়ে বিতর্ক থাকলেও তিনি যে ইন্ডাস্ট্রির জন্য অনেকটাই অবদান রাখেন তা অনস্বীকার্য।