বলিউড ইন্ডাস্ট্রি থেকে হলিউড ইন্ডাস্ট্রিতে নিজের স্থান তৈরি করা অভিনেত্রী “প্রিয়াঙ্কা চোপড়া” (Priyanka Chopra) আজ বিশ্বের বিখ্যাত তারকা হয়ে উঠেছেন। অনেক ছবিতে কাজ করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। তার অভিনয় থেকে শুরু করে অভিনব স্টাইল নিয়ে সবাই উন্মাদ। প্রিয়াঙ্কা প্রায়ই ব্যাক্তিগত ও পেশাগত জীবন নিয়ে শিরোনামে থাকেন।
সম্প্রতি আবারও তিনি মিডিয়ায় আধিপত্য বিস্তার করছেন। খবর অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়া একটি রেস্তোরাঁ খুলেছেন। এর পাশাপাশি আরেকটি ব্যবসাও শুরু করেছেন, যার কারণে তিনি অনেক ট্রোলিংয়ের শিকার হচ্ছেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার নতুন ভারতীয় ‘হোমওয়্যার লাইনআপ’ চালু করেছেন। এই প্রজেক্ট চালু হওয়ার পর থেকে তার কোম্পানির দামি পণ্যের কারণে অনেক ট্রল হতে হচ্ছে অভিনেত্রীকে।
প্রিয়াঙ্কা চোপড়ার সাথে জোনাসও বেশ ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছেন বলে শোনা যাচ্ছে। প্রিয়াঙ্কা চোপড়ার ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায়, একটি টেবিল ক্লথের দর ‘ত্রিশ হাজার ছয়শ বারো টাকা’। চারটি ডিনার ন্যাপকিনের সেটের রেট প্রায় ‘তেরো হাজার দুই চুরাশি টাকা’। যেখানে একটি রাতের খাবারের প্লেটর দাম অন্তত ‘চার হাজার সাতশ টাকা’। পরিবেশন বাটির রেট ‘সাত হাজার সাতশ বত্রিশ টাকা’। একটি কাপের মূল্য ‘পাঁচ হাজার তিনশ টাকা’ ও তার বেশি।
এছাড়া অন্যান্য দ্রব্যের দামও বেশ ব্যয়বহুল। অভিনেত্রীর ব্র্যান্ডের দ্রব্যের দাম জেনে অনেক মানুষ হতবাক। কেউ কেউ আবার অভিনেত্রীকে নিয়ে মজাও করেছেন। তার চলচ্চিত্র প্রজেক্ট সম্পর্কে কথা বলতে গেলে, অভিনেত্রী তার আসন্ন ছবির শুটিং নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন। যেখানে আগামী দিনে ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এ হাজির হতে চলেছেন তিনি।