Skip to content

শারীরিকভাবে অক্ষম, কাজ করে না দুই পাও! দ্বাদশ শ্রেণীতে ১০০ শতাংশ নম্বর পেয়ে তাক লাগালেন রবি

    img 20220624 180845

    অদম্য মনের জোর এবং প্রবল ইচ্ছা শক্তি থাকলে মানুষ যে কোন বাঁধা অনেক সহজেই যে অতিক্রম করতে পারে, তা আরও একবার প্রমাণ করে দিলেন রাজস্থানের দৌসার রবি কুমার মীনা (ravi kumar meena)। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়ে রেকর্ড গড়লেন রবি।

    শনিবার মাধ্যমিক শিক্ষা রাজস্থান পর্ষদের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ করা হয়। আর সেখানেই দেখা যায় কলা বিভাগে ৫০০-র মধ্যে সম্পূর্ণ ৫০০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে নিয়েছেন রাজস্থানের দৌসার রবি কুমার মীনা (ravi kumar meena)। যিনি শারীরিক ভাবে অক্ষম হওয়া সত্ত্বেও মেধার জোরে পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করে তাক লাগিয়ে দিয়েছেন।

    জানা গিয়েছে, দৌসা জেলার সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গন্দ্রাভাতে পড়াশুনা করতেন রবি। হিন্দি, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল সববিষয়েই ১০০-র মধ্যে ১০০ নম্বর পেয়েছেন রবি। রবির পরিবার, আশেপাশের প্রতিবেশির পাশাপাশি তাঁর বিদ্যালয়ের শিক্ষকরাও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এমনকি শিক্ষা দফতরের আধিকারিকরাও রবি কুমার মীনাকে অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে বলেছেন, ‘গোটা দৌসা জেলায় খ্যাতি এনে দিয়েছেন রবি।’

    img 20220624 180742

    জানিয়ে রাখি, দুই পা ঠিকমত কাজ করে না রবি কুমার মীনার (ravi kumar meena)। কিন্তু মনের দিক থেকে কখনই ভেঙ্গে পড়েননি তিনি। এই শারীরিক অবস্থাতেও রোজই ট্রাইসাইকেল ব্যবহার করে বিদ্যালয়ে যেতেন রবি। শুধুমাত্র শুকের পড়া করেই থেমে থাকতেন না, পাশাপাশি দিনে ৬ থেকে ৮ ঘন্টা করে পড়াশুনা করতেন তিনি। তাঁর এই সাফল্যে অনেকেই তাঁর প্রশংসা করেছেন। সেইসঙ্গে গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে খুশির বার্তা।