“শাহরুখ খানে”র (Sharukh Khan) বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’ (Pathan) আগামী ২৫ শে জানুয়ারি মু্ক্তি পেতে চলেছে। যদিও এই ছবির একটি গান কিছু দিন আগেই মুক্তি পেয়েছে, তার পর থেকেই সারা ভারতে তৈরী করেছে নানা বিতর্ক। তবে হয়তো এর তেমন কোন প্রভাব পড়বে না বক্স অফিসে। রীতিমতো এই ছবির অগ্রিম বুকিং এর পরিসংখ্যন নজর কারা। চার বছর পর বড় পর্দায় জমকালো প্রত্যাবর্তন করতে চলেছে কিং খান।
স্বাভাবিক ভাবেই এই ছবিকে ঘিরে অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা। “শাহরুখ খানে”র (Sharukh Khan) ভক্তরা দীর্ঘশ্বাস নিয়ে ‘পাঠান’ (Pathan)-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কারণ সুপারস্টার চার বছরেরও বেশি সময় পর রূপালি পর্দায় ফিরছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, ছবিটিতে জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, সুপারস্টারের ফিল্মটি যশ অভিনীত KGF: চ্যাপ্টার ২ কে ছাড়িয়ে গেছে বিদেশে অগ্রিম বুকিংয়ে, এবং ইতিমধ্যেই ছবিটি মুক্তির আগেই রেকর্ড ভাঙতে শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী, যশ অভিনীত ছবিটি জার্মানিতে ১৪৪ হাজার ইউরো ব্যবসা করেছে। গত বছর মুক্তি পাওয়া সবচেয়ে বড় ছবিগুলির মধ্যে একটি হল মণি রত্নমের ‘পোনিয়িন সেলভান-1’ (PS-1) যা জার্মানিতে ১৫৫ হাজার ইউরো ব্যবসা করেছিল।
জানা গেছে, জার্মানিতে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’-এর অগ্রিম বুকিং এখন পর্যন্ত ১৫০ হাজার ইউরো ( 1.32 কোটি টাকা )। যদিও ছবিটি মুক্তির এখনও ৭ দিন বাকি রয়েছে। এখন সংখ্যা অনুসারে জার্মানিতে শাহরুখ খানের পাঠান ইতিমধ্যেই যশ অভিনীত KGF: অধ্যায় ২-এর আজীবন সংগ্রহ অতিক্রম করেছে। এবং এটি ভক্তদের জন্য বড় সুসংবাদ।