Skip to content

শাহরুখ, দীপিকা থেকে শুরু করে সলমন খান, জেনে নিন কতদূর পড়াশুনা করছেন ‘পাঠান’র তারকারা

  img 20230125 122153

  বলিউডের (Bollywood) বাদশা “শাহরুখ খান” (Sharukh Khan) ৪ বছর পর ‘পাঠান’ (Pathaan) ছবির মাধ্যমে আবারও জমকালো প্রত্যাবর্তন করছেন বলিউডে। এই ছবিতে তার সঙ্গে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, সালমান খান, ডিম্পল কাপাডিয়া, গৌতম রোদে এবং আশুতোষ রানার মতো তারকারা। এই অভিনেতা ও অভিনেত্রীদের দুর্দান্ত অভিনয় নিয়ে কোন সন্দেহ নেই, তবে আলোচ্য বিষয়ে জানবো ‘পাঠান’ ছবির স্টার কাস্টদের শিক্ষাগত যোগ্যতা কতটা।

  বলিউড তারকা শাহরুখ খানের ছবি ‘পাঠান’ মুক্তি পাচ্ছে আজ অর্থাৎ ২৫শে জানুয়ারী, ২০২৩। গত কয়েকমাস ধরেই এই ছবি নিয়ে তুমুল আলোচনা চলছে। এতে আরও একবার দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খানের জুটির জাদু দেখা যাবে। এছাড়া দাবাং ভাইজান সালমান খানও একটি ক্যামিও চরিত্রে রয়েছেন।

  img 20230125 122317

  শাহরুখ খান :

  শাহরুখ খান দিল্লির সেন্ট কলম্বা স্কুলে পড়াশোনা করেছেন। ১২ তম ক্লাসের পর, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ থেকে বিএ (BA) অনার্স ডিগ্রি লাভ করেন। এরপর তিনি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে গণযোগাযোগ বিষয়ে মাস্টার্সের জন্য ভর্তি হন, কিন্তু কোনো কারণে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি।

  দীপিকা পাড়ুকোন :

  দীপিকা পাড়ুকোনের বাড়ি বেঙ্গালুরু। স্কুলের পড়াশোনাও তিনি সেখান থেকেই করেছেন। দীপিকা বেঙ্গালুরুর সোফিয়া হাই স্কুলে পড়াশোনা করতেন। এরপর তিনি ব্যাঙ্গালোরের মাউন্ট কারমেল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পড়াশোনা করেন। দীপিকা সমাজবিজ্ঞানে বি.এ করেছেন। ডিগ্রি নেওয়ার জন্য দিল্লি-ভিত্তিক ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন।

  img 20230125 122436

  জন আব্রাহাম :

  জন আব্রাহাম তার স্কুলের দিনগুলিতে খুব প্রতিশ্রুতিশীল ছিলেন এবং সম্পূর্ণ কঠোর পরিশ্রমের সাথে তার পড়াশোনায় মনোনিবেশ করতেন। তিনি মুম্বাইয়ের ওরলিতে বোম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করেছেন। উচ্চ শিক্ষার জন্য, তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের জয় হিন্দ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। এরপর মুম্বাই এডুকেশনাল ট্রাস্ট (MET) থেকে এমবিএ ডিগ্রি নেন।

  আশুতোষ রানা :

  আশুতোষ রানা মধ্যপ্রদেশের গদারওয়ারায় অবস্থিত একটি স্কুল থেকে পড়াশোনা করেছেন। ১২ তম ক্লাসের পর, তিনি মধ্যপ্রদেশে অবস্থিত ডঃ হরিসিংহ গৌর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন। ‘পাঠান’ ছবিতে তিনি কর্নেল সুনীল লুথরার চরিত্রে অভিনয় করেছেন।

  img 20230125 122546

  ডিম্পল কাপাডিয়া :

  ৬৫ বছর বয়সী ডিম্পল কাপাডিয়া মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মুম্বাইয়ের সেন্ট জোসেফ কনভেন্ট হাই স্কুলে পড়াশোনা করেছেন। তিনি মাত্র ১৬ বছর বয়সে সুপারহিট ছবি ‘ববি’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন।

  গৌতম রোদে :

  ছোট পর্দার অন্যতম সুদর্শন অভিনেতা গৌতম রোদেও ‘পাঠান’ ছবির একটি অংশ। গৌতম দিল্লির ধৌলা কুয়ানে অবস্থিত আর্মি পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেছেন। দ্বাদশ শ্রেণির পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের শহীদ ভগত সিং কলেজ থেকে বি.কম ডিগ্রি লাভ করেন।