Skip to content

নতুন ছবি নিয়ে ব্যস্ততার মাঝেই মির্জাপুর 3 নিয়ে সুখবর দিলেন পঙ্কজ ত্রিপাঠী, শুটিং শুরু জুনেই

    img 20220621 115120

    অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে নিজের একটা শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি (pankaj tripathi)। ‘মির্জাপুর’ খ্যাত এই অভিনেতাকে এবার দেখা যেতে চলেছে ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ ছবিতে। ‘কালিন ভাইয়া’ চরিত্রে সকলের মন জয় করার পর, আবারও মাঠ কাঁপাতে আসছেন পঙ্কজ ত্রিপাঠী।

    সম্প্রতি সময়ে পঙ্কজ ত্রিপাঠীর আসন্ন ছবি ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ নিয়ে আলোচনায় রয়েছেন এই অভিনেতা। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কালিন ভাইয়া’ চরিত্রটি সকলের মন জয় করলেও, বাস্তবে সম্পূর্ণ বিপরীত একজন মানুষ তিনি। এই সিরিজের তৃতীয় পর্বের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।

    img 20220621 115020

    তিনি আরও বলেন, ‘বাস্তবে আমি ভীষণই সাদামাটা একজন মানুষ। সেই কারণে জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরে ”কালেন ভাইয়া”-এর শক্তিশালী চরিত্রটি সুন্দর করে ফুটিয়ে তোলার সময় বেশ আনন্দ উপভোগ করছিলাম’। জানা গিয়েছে, জুন মাসেই এই ওয়েব সিরিজের তৃতীয় পর্বের শুটিং শুরু হবে।

    আসন্ন ছবি ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ তে একজন গ্রামের লোকের ভূমিকায় অভিনয় করেছেন। যে ব্যক্তি তাঁর গ্রামবাসীদের রক্ষা করার জন্য একটি সিংহের সামনে নিজের প্রাণ বিসর্জন করতে চল যান। যার ফলে এক গ্রামবাসীর মৃত্যুর পর সরকারের দেওয়া অর্থের লাভ নিতে পারবেন গ্রামবাসীরা। সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর (pankaj tripathi) সঙ্গে দেখা যাবে সায়ানি গুপ্তাকেও।

    প্রসঙ্গত, বিহারের একটি প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই অভিনেতা। প্রথম জীবনে থাকতেন আধপেটা খেয়ে। টিভি তো দুরস্তর, আর্থিক প্রতিপত্তি বা প্রাচুর্য্যই কোনদিন চোখে দেখেননি তিনি। ছোট থেকে অনেক দুঃখ, কষ্টের মধ্য দিয়ে লড়াই করে জীবনে দাঁড়িয়েছেন তিনি।

    Pankaj Tripathi

    জীবনের প্রথমভাগটা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হওয়ার পর, বর্তমানে অর্থ সম্পদের মুখ দেখলেও, এখনও সাদামাটা জীবন যাপন করেন এই অভিনেতা। অন্যদিকে অভিনেতার স্ত্রী পেশায় একজন শিক্ষিকা। আর বরাবরই সংসারের হাল ধরে এসেছেন অভিনেতার স্ত্রী।

    এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) বলেছিলেন, ‘বিলাসবহুল বাড়ি কিংবা দামি গাড়ি কেনার জন্য, আমি কোনদিনই ঋণ নেব বলে তো মনে হয় না। কারণ, আমার মতে সুখী হওয়ার জন্য অতিরিক্ত অর্থের কোন প্রয়োজন নেই’।