প্রতিবেশি দেশ হলেও পাকিস্তানের (pakistan) সঙ্গে একবারেই সুসম্পর্ক নেই ভারতের (india)। সর্বদাই ভারতের ক্ষতিসাধন করার জন্য মুখিয়ে থাকে পাকিস্তানরা। আর ভারতও পাল্টা জবাব দেয়। তবে এই দ্বন্ধ শুধুমাত্র দেশের সীমান্তেই নয়, খেলার মাঠেও দেখা যায়। পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা থাকলে, টিভির সামনে বসে পড়েন সকল দেশবাসীই।
বর্তমান সময়ে চলতে থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উত্তেজনার শেষ নেই ক্রিকেটপ্রেমী মানুষদের মধ্যে। সম্প্রতি বাংলাদেশকে হারিয়ে সেমি ফাইনালে যাওয়ার টিকিট পেয়ে গিয়েছে পাকিস্তান (pakistan)। অন্যদিকে, প্রতিপক্ষ জিম্বাবয়েকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতও (india)।
এবারে দুই সেমি ফাইনালের মধ্যে একদিকে রয়েছে ভারত বনাম ইংল্যান্ড এবং অন্যদিকে রয়েছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড। এই চার দেশের অধ্যে যে দুই দেশ জয়ী হবে, তাঁদের মধ্যে হবে ফাইনাল খেলা। আর এই মুহূর্তে প্রতিটি ভারতবাসী ভারতীয় ক্রিকেট দলের দিকে তাকিয়ে আছে। সকলেই চাইছেন সেমিফাইনালে জেতার পর, ফাইনাল শেষে যেন বিশ্বকাপটা এই দেশের কাছেই আসে।
I don't care if Zimbabwe wins or loses anymore because my dearest Pakistan team is already in semi-finals. Pakistan is gonna face New Zealand on 10th November inshAllah ❤️
— Sehar Shinwari (@SeharShinwari) November 6, 2022
এই পরিস্থিতিতে সম্প্রতি পাকিস্তানি অভিনেত্রী সাহার শিনওয়ারি (Sahar Shinwari) ভারতকে আক্রমণ করে ট্যুইটারে লিখেছিলেন, ‘জিম্বাবয়ে যদি ভারতকে হারিয়ে দিতে পারে, তাহলে আমি ওই দেশের নাগরিককে বিয়ে করব’। এরপর ভারতের জয়ের পর তিনি আবারও ট্যুইট করে লেখেন, ‘জিম্বাবয়ে জিতুক বা হারুক তেতে আমার কিছু যায় আসে না। আমার পাকিস্তান সেমিফাইনালে উঠে গেছে এবং আগামী ৯ ই নভেম্বর নিউ জিল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল খেলা রয়েছে’।
India jaan boojh ke bura khel raha hai takeh semi-final mein England se face off na ho 👎
— Sehar Shinwari (@SeharShinwari) November 6, 2022
এখানেই শেষ নয়, এরপর সাহার শিনওয়ারি ভারতকে আক্রমণ করে আরও লেখেন, ‘ভারত (india) ইচ্ছে করে খারাপ খেলছে, যাতে করে সেমিফাইনালে ইংল্যান্ডের সম্মুখীন না হতে হয়’।
Are pagali tu kya jane bura khel 😉
pahile pakistan cricketer accha khelna sikha tu
— SAM S (@SAMS40308903) November 6, 2022
পাক অভিনেত্রীর এমন মন্তব্য দেখে ভারতীয় নেটিজনরাও তাঁকে আক্রমণ করতে ছাড়েনি। এক নেটিজন লিখেছেন, ‘আরে পাগলি, তুই খারাপ খেলার কি বুঝবি? আগে পাকিস্তানের (pakistan) ক্রিকেটাদের ভালো করে খেলা শিখতে বল’।
😂😂😂😂😂😂😂Inka roona dhonna fir shuru ho gaya, kamal k log hai Bc… pic.twitter.com/PHjrwBjE3Q
— 👑 हBB🌈ཏམེ རོ🍁 (@Abe_Saley_) November 6, 2022
আবার একজন লিখেছেন, ‘আবার এদের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। কেমন লোক এরা!’।