Skip to content

Optical illution: শুধুমাত্র যাদের ঈগল চোখ আছে তারাই এই ছবিতে 3 সংখ্যাটি খুঁজে পেতে পারেন, আপনি কি তাদের একজন?

  img 20230317 181030

  ইন্টারনেটে প্রতিদিন যে ছবি প্রকাশ্যে আসছে তার মধ্যে এটি একটি বিশেষ ছবি। যেখানে আপনার মন পরীক্ষা করা যাবে। আপনাকে ১০ সেকেন্ডের মধ্যে এই ছবিতে ৩নং সংখ্যাটি খুঁজে বের করতে হবে। চলুন শুরু করা যাক। কখন কখন আপনি বিভ্রান্ত হবেন, সেই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার পথ আপনার সামনে। তেমনই কিছু এই অপটিক্যাল ইমেজ।

  img 20230317 181052

  স্যোশাল মিডিয়ায় মাঝে মধ্যেই এমন কিছু ছবি ভাইরাল হয়ে যায়, যা দেখে বুঝে উঠতে বেশকিছুটা সময় লেগে যায় নেটিজনদের। অর্থাৎ এই সকল ছবিকে প্রথমবার দেখে কিছু মনে না হলেও, ভালো করে খুঁটিয়ে দেখার পর বুঝতে পারবেন ছবিটি মধ্যে লুকিয়ে রয়েছে কোন এক গোপন বিষয়। সাধারণত এই ধরনের ছবিকে অপটিক্যাল ইলিউশন বলা হয়ে থাকে।

  এই ধরনের ছবি অবসর সময়ে বসে একটা ধাঁধার মত করেও দেখতে পারেন। আবার পরিবারের সকলের সঙ্গে বসে, খেলার ছলেও এই ধরনের ছবির মধ্যে থেকে উত্তর খুঁজে বের করতে পারেন। তবে সম্প্রতি দিনে এই ধরনের ছবি ব্যাপকহারে ভাইরাল হতে দেখা গিয়েছে নেটদুনিয়ায়। জানিয়ে রাখি, এই ধরনের ছবিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন।

  এই মুহূর্তে যে ছবিটি বেশি পরিমাণে ভাইরাল হয়েছে, একবার দেখে নিন সেই ছবিটা। এই ছবিতে দেখা যাচ্ছে একটি পৃষ্ঠার মধ্যে বেশ কয়েকটি ‘9’ লেখা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই ‘9’ লেখা পৃষ্ঠার মধ্যে থেকে খুঁজে বের করতে হবে ‘3’। যারা তীক্ষ্ণ দৃষ্টি এবং বুদ্ধির অধিকারী, শুধুমাত্র সেই সকল মানুষেরাই এই ‘9’ লেখা পৃষ্ঠার মধ্যে থেকে খুঁজে বের করতে পারবেন ‘3’ লেখাটি।

  img 20230317 181007

  তবে এই ‘3’ লেখাটি খুঁজে বের করার জন্য অনন্ত সময় কিন্তু নেই আপনাদের হাতে। এই কাজটি করার জন্য আপনাদের হাতে আছে মাত্র ২৫ সেকেন্ড। আর এই সময়ের মধ্যেই এই ‘9’ লেখা পৃষ্ঠার মধ্যে থেকে আপনাদের খুঁজে বের করতে হবে ‘3’ লেখাটি। যদি এখনও খুঁজে না পান, তাহলে আসুন দেখে নিন, এই ‘9’ লেখা পৃষ্ঠার মধ্যে ঠিক কোথায় লুকিয়ে রয়েছে ‘3’ লেখাটি।