Skip to content

বিরাট নয় একসময় এই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিরাট ঘরণীর! রইল অনুষ্কার ৫ প্রেমের কাহিনীর গল্প

  তারকা দম্পতিদের মধ্যে সর্বদা সংবাদ শিরোনামে থাকতে দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে (anushka sharma)। এই দম্পতি বেশকিছু দিন ডেটিং করার পর বিয়ের সিদ্ধান্ত নেন। একজন ক্রিকেটের জগতের এবং অন্যজন বলিউডের প্রথম সারির অভিনেত্রী, ভক্তদের কাছে অন্যতম পছন্দের জুটি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা।

  ক্রিকেট জগতে নিজের দুর্দান্ত ইনিংস খেলে ইতিহাস সৃষ্টি করেছে বিরাট কোহলি। আর অন্যদিকে বিটাউনে নিজের অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে নিজের একটা শক্তিশালী জায়গা করে নিয়েছেন অনুষ্কা শর্মা (anushka sharma)। বর্তমান সময়ে মেয়ে ভামিকার সঙ্গে সুখে সংসার করার পাশাপাশি দুজনেই দুজনের কেরিয়ারের দিকেও ফোকাস করছেন।

  তবে আপনারা কি জানেন, বিরাট ঘরণী হওয়ার আগে অনুষ্কার জীবনে এসেছিল একাধিক পুরুষ। এমনকি তাঁর মধ্যে ছিলেন এই বিখ্যাত ক্রিকেটারও।

  রণবীর সিংঃ ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে কাজ করার পর বেশকিছুটা কাছাকাছি এসেছিলেন রণবীর সিং এবং অনুষ্কা। এরপর তাঁদের ‘লেডিস বনাম রিকি বাহল’ এবং ‘দিল ধড়কনে দো’ ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গেলেও, তাঁদের সম্পর্ক বেশিদিন টেকেনি।

  অর্জুন কাপুরঃ কাপুর বংশের ছেলে অর্জুন কাপুরের সঙ্গেও একটা সময় সম্পর্কে জড়িয়েছিলেন অনুষ্কা শর্মা (anushka sharma)। তবে তাঁদের একসঙ্গে কোন ছবিতে কাজ করতে দেখা যায়নি। অন্যদিকে তাঁদের সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়।

  জোহেব ইউসুফঃ মডেলিংয়ের দিন থেকেই জোহেব ইউসুফ এবং অনুষ্কা শর্মার মধ্যে ডেটিং-র খবর পাওয়া গিয়েছিল। তবে তাঁদের সম্পর্ক বেশিদূর এগোয়নি।

  রণবীর কাপুরঃ বিটাউনে অনুষ্কা শর্মা এবং রণবীর কাপুরের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। বিশেষত ‘ অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির পর তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা হলেও, সে বিষয়ে কর্ণপাত করেননি এই দুই তারকা।

  সুরেশ রায়নাঃ বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেটার বিয়ারট কোহলির সঙ্গে সুখে সংসার করলেও, একটা সময় ভারতেরই অন্য এক বিখ্যাত ক্রিকেটার সুরেশ রায়নার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অনুষ্কার। এই সম্পর্কের কথা একেবারেই গোপন ছিল না। অনুষ্কার সঙ্গে ডেটিং-র কথা নিজের মুখেই জানিয়েছেন সুরেশ রায়না।