বর্তমান সময়ের সঙ্গীত শিল্পীদের মধ্যে তাঁর প্রতি মানুষের ভালোবাসা যেন একটু বেশিই রয়েছে। তাঁর গান শুনলে, এক অন্য দুনিয়ায় চলে যায় মানুষজন। তাঁর গলায় যেন একটা আলাদাই যাদু রয়েছে, যা শুনলেই খারাপ মন মুহূর্তেই ভালো হয়ে যায়। তিনি আর কেউ নন সবার প্রিয় অরিজিৎ সিং (arijit singh)। গান যেমন ভালো করেন, তেমনই মানুষ হিসাবেও একেবারে খাঁটি এই মানুষটি। খ্যাতির শীর্ষে উঠে গেলেও, ভুলে যাননি নিজের পায়ের নীচের শক্ত মাটিটাকে।
‘আশিকি ২’ সিনেমার ‘তুম হি হো’ গানের হাত ধরেই শ্রোতা পেল এক নতুন গলা। তবে এর আগেও কয়েকটি গান গেয়েছেন অরিজিৎ সিং। তবে এই গান যেন আজও সমানভাবে জনপ্রিয় রয়েছে শ্রোতাদের মধ্যে। সুখে, দুঃখে, আনন্দে সকল পরিবেশেই অরিজিৎ সিং-র গান মানুষের মনকে আনন্দে দেয়। যেমন ভালো গান করেন, মনের দিক থেকে ঠিক তেমনই একজন মানুষ তিনি।
এই অরিজিৎ সিং-ই শিখিয়েছেন কিভাবে খ্যাতির শিখরে থাকা সত্ত্বেও মাটির কাছাকাছি থাকা যায়। জানা যায়, এই বিখ্যাত গায়কের বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। আর আজও নাকি সেখানে গেলে পায়ে হেঁটে, কিংবা সাইকেলে করেই ঘুরে বেরান তিনি। এমনকি নিজেদের মেয়েকেও মাটির কাছাকাছি রাখে নিজের মত করে মানুষ করার জন্য বহরমপুরেরই একটি স্কুলে ভর্তি করেছেন। এখানেই শেষ নয়, আর পাঁচজন বাবা মায়ের সঙ্গে মেয়ের স্কুলের সামনে তাঁকে দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছিল। আর সেই ছবিকিছু দিন আগেই ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।
পাশাপাশি নিজের স্কুলের পরিকাঠামগত এবং শিক্ষাগত উন্নয়নের দিকেও কিছুটা নজর দেওয়ার জন্য প্রাক্তন স্কুলের পরিচালন সমিতির সভাপতি দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অরিজিৎ সিং (arijit singh)। আর কেরিয়ারের পাশাপাশি সেই দায়িত্ব খুব ভালোভাবে সামলাচ্ছনও তিনি। তবে এসবের মধ্যে কিন্তু তিনি ভুলে যাননি স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও।
আজকের দিনে দাঁড়িয়ে এই ইন্টারনেটের যুগে যখন স্কুলের শিক্ষক শিক্ষিয়াদের সঙ্গে ঠিকমত সাক্ষাৎই হয় না পড়ুয়াদের। সেখানে নিজের স্কুলের ইংরেজি শিক্ষিকার সঙ্গে দেখা করে পায়ে হাত দিয়ে প্রমাণ করতে দেখা গেল অরিজিৎ সিংকে। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় গায়ক অরিজিৎ সিং-র সঙ্গে এক মহিলার ছবি ভাইরাল হয়েছে, যেখানে ছবিতে ওই মহিলার পায়ের কাছে বসে থাকতে দেখা গিয়েছে গায়ককে। জানা যায়, ছবিতে থাকা ওই বয়স্কা মহিলা গায়কের প্রাক্তন স্কুল রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরের ইংরেজি শিক্ষিকা। সেখানে গিয়ে শিক্ষিকার পায়ে হাআত দিয়ে প্রণামও করেন অরিজিৎ সিং (arijit singh)। আর সেই ছবিই স্যোশাল মিডিয়ায় ভাইরাল (viral) হয়ে যায়।