মাঝে মধ্যেই বিভিন্ন রকম নতুন ধরেনর রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয় বিভিন্ন টেলিকম সংস্থাগুলো। তবে এই তালিকায় রিলায়েন্স জিও (JIO) থাকে সবার উপরে। মাঝে মধ্যেই গ্রাহকদের নিজের দিকে আকর্ষিত করে রাখতে বিভিন্ন রকম সস্তার প্ল্যান নিয়ে আসে।
এবার দেখে নিন রিলায়েন্স জিওর নতুন সস্তার প্ল্যান-
395 টাকার এই প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন ৩ মাসেই বৈধতা অর্থাৎ ৮৪ দিনের বৈধতার সঙ্গে 6GB ডেটা। এক্ষেত্রে মাসে প্রায় আপনি পেয়ে যাচ্ছেন 2GB করে ডেটা। সেইসঙ্গে পাচ্ছেন আনলিমিটেড কলিং-র পরিষেবাও। এই প্ল্যানটি আপনি MyJio অ্যাপে পেয়ে যাবেন।
জানিয়ে রাখি, যেসকল জিও গ্রাহকদের খুব বেশি ডেটার প্রয়োজন হয় না, শুধুমাত্র যাদের কলিংটা বেশি প্রয়োজন হয়, তাঁদের জন্য বিশেষত এই অফার নিয়ে এসেছে জিও। যেখানে আপনি মাত্র ৩৯৫ টাকা রিচার্জ করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন ৮৪ দিনের বৈধতা।
এই অফারে আপনি পাচ্ছেন মোট 6GB ডেটা। যার ফলে আপনি তিন মাস বা ৮৪ দিনের জন্য পাচ্ছেন 6GB ডেটা। আপনার যদি খুব বেশি ডেটার প্রয়োজন না পড়ে, কিংবা আপনার বাড়িতে যদি কোন ব্রডব্রান্ড পরিষেবা থেকে থাকে, তাহলে এই অফারটি আপনার জন্য একদম উপযুক্ত। আপনার ফোনে শুধুমাত্র কলিংর রিচার্জ থাকলে আপনাই কথা বলার পাশাপাশি বাড়িতে ওয়াইফাই কানেক্ট করে আপনি আপনার মোবাইলে ইন্টারনেট পরিষেবাও ব্যবহার করতে পারবেন।
তবে প্ল্যান এই রিচার্জের জন্য আপনাকে দোকানে না গেলেও চলবে। আপনার ফোনে যদি MyJio অ্যাপটি থাকে, কিংবা play store থেকে MyJio অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে এই অফারটি রিচার্জ করে নিতে পারবেন। আরও একটু হিসাব করলে দেখতে পাবেন, মাসে প্রায় ১৪১ টাকা করে পড়ছে আপনার রিচার্জ খরচ।