Skip to content

‘বিগ বসে’র ঘরে পা রাখছেন ইশানের মা! এই বিষয়ে এখনই কিছু বলতে নারাজ অভিনেত্রী নুসরত

    img 20220903 150348

    যশ দাসগুপ্ত (Yash Dasgupta)- নুসরত জাহানের (Nusrat Jahan) সম্পর্ক নিয়ে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। নিখিলের সঙ্গে বিয়ে, তারপর সেই সম্পর্ক ভেঙ্গে যশের সঙ্গে সহবাস এবং তারপর নুসরতের প্রেগনেন্সি পেরিয়ে ইশানের জন্ম। এই যাত্রাতে বহুজনের ধিক্কার সহ্য করতে হয়েছে ‘যশরত’ জুটিকে। তবে সেসব কটাক্ষকে উপেক্ষা করে একসঙ্গেই রয়েছে যশ নুসরত।

    এবার এক নতুন খবর শোনা যাচ্ছে টলিপাড়ায় কান পাতলেই। খুব শীঘ্রই শুরু হতে চলেছে বিগ বসের ১৬ (big boss 16) তম সিজন। আগামী ১৬ ই অক্টোবর থেকেই সম্ভবত শুরু হচ্ছে এই শো। শোনা যাচ্ছে, এই শোতেই এবার দেখা যেতে চলেছে টলি অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan)।

    img 20220903 150216

    এমন খবর চাউর হতেই উত্তেজনা ছড়িয়েছে নুসরতের ভক্তদের মধ্যে। যদিও এই বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ‘এই বিষয়ে আমি এখনই কিছু বলছি না, যা বলার চ্যানেল কর্তৃপক্ষের থেকে জানতে পারবেন’।

    img 20220903 150040

    জানিয়ে রাখি, সমস্ত বিতর্ককে দূরে সরিয়ে একসঙ্গে রয়েছেন টলি অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) এবং অভিনেতা যশ দাসগুপ্ত (Yash Dasgupta)। গত ২৬ শে আগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন নুসরত জাহান। সম্প্রতি এক বছরে পা দিয়েছে ছোট্ট ইশান। সেই উপলক্ষ্যে স্যোশাল মিডিয়ায় এসেছিল ইশানের জন্য শুভেচ্ছা বার্তা।

    img 20220903 150422

    বছর খানেক আগের কথা, নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার করে গোপনে অভিনেতা যশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী নুসরত জাহান। তারপর থেকে কম কটাক্ষের শিকার হতে হয়নি নুসরত (Nusrat Jahan), যশ থেকে শুরু করে তাঁদের ছোট্ট সন্তানটিকেও। তবে সবকিছুকে উপেক্ষা করে যশের সঙ্গে সম্পর্কেই প্রাধান্য দিয়েছিলেন নুসরত এবং সেইসঙ্গে ইশান যে যশ এবং তাঁরই সন্তান- সেকথাও স্বীকার করে নিয়েছিলেন।