Skip to content

এবার পৃথিবী থেকে বুলেট ট্রেনে চেপে পৌঁছে যাবেন চাঁদে! প্রজেক্টের উপর কাজ শুরু করলো এই দেশ

    img 20220722 125239

    এবার বুলেট ট্রেনে চেপেই পৌঁছে যাওয়া যাবে চাঁদে (moon)! শুনে অবাক হচ্ছেন, এমন খবরই শোনা গিয়েছে পড়শি দেশ জাপান (japan) থেকে। অন্যান্য দেশকে পেছনে ফেলে পৃথিবী (earth) থেকে ট্রেনে (train) করে সোজা চাঁদে যাওয়ার পরিকল্পনা করছে জাপান। তবে শুধু চাঁদ নয়, মঙ্গল গ্রহেও (Mars) বুলেট ট্রেন (Bullet Train) চালাবে বলে জানিয়েছে জাপান।

    বর্তমান সময়ের বিজ্ঞানীদের মধ্যে চাঁদ (moon) এবং মঙ্গলগ্রহ (mars) নিয়ে চূড়ান্ত লেভেলের গবেষণা চলছে। যেখানে মঙ্গলে প্রাণের সন্ধান করছে চীন (china)। আবার অন্যদিকে চাঁদে যাওয়ার পরিকল্পনা করছে আমেরিকা। আমেরিকার দেখাদেখি আবার চীনের সঙ্গে জোট বেঁধে চাঁদে একটি মিশন প্ল্যান করছে রাশিয়া। সব মিলিয়ে চাঁদ এবং মঙ্গলগ্রহ (mars) নিয়ে চর্চা এখন চলছে জোরকদমে।

    img 20220722 122247

    পাশপাশি মঙ্গলে গ্লাস হ্যাবিট্যাট তৈরির পরিকল্পনা রয়েছে জাপানের (japan), এমনটা শোনা গিয়েছে। সেখানে মানুষের বসবাসের জন্য তৈরি করা হবে পৃথিবীর (earth) মত বায়ুমন্ডল। এই কৃত্রিম জায়গা হবে কাঁচের বাসস্থান। সাধারণত, কম মাধ্যাকর্ষণ মানুষের পেশী এবং হাড় দুর্বল করে দেয়। তাই এই ঘটনা যাতে না ঘটে, সেজন্য কৃত্রিম বায়ুমণ্ডলে বাসস্থান সেভাবেই তৈরি করতে হবে। তবে এই গ্লাস হ্যাবিটাটের এর বাইরে যদি মানুষ বের হয়, তাহলে তাঁকে স্পেসসুট ব্যবহার করতে হবে। আর জাপান যদি এই পরীক্ষায় একবার পাশ করে যায়, তাহলে মানুষের জন্য অন্য গ্রহেও বাসস্থান খুলে যাবে।

    স্পেস এক্সপ্রেস নামে একটি বুলেট ট্রেনের (Bullet Train) বিষয়ে একসঙ্গে কাজ করবে কিয়োটো ইউনিভার্সিটি এবং কাজিমা কনস্ট্রাকশন। হেক্সাট্র্যাক নামে পরিচিত এই ইন্টারপ্ল্যানেটারি ট্রান্সপোর্টেশন সিস্টেম সহ ট্রেনটি চলবে চাঁদ (moon) ও মঙ্গল গ্রহের মধ্যে। তবে বিজ্ঞানীদের ধারণা, একুশ শতকের দ্বিতীয়ার্ধের মধ্যে চাঁদ ও মঙ্গল গ্রহ মানুষের বসবাস যোগ্য হয়ে উঠবে।