Skip to content

এবার মাথায় হাত Jio, Airtel-র! গ্রাহকদের জন্য বিরাট ঘোষণা দিল VI

    img 20230508 152304

    বর্তমান সময়ে ভারতের বাজারে একচেটিয়া রাজত্ব করছে মুকেশ আম্বানি’র কোম্পানি রিলায়েন্স জিও। এর পাশাপাশি এয়ারটেল’ও গ্রাহকদের দুর্দান্ত পরিষেবা দিচ্ছে। কিন্তু সেই তুলনায় বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে VI (Vodafone Idea)। এই বিষয়কে মাথায় রেখে এবং গ্রাহকদের ধরে রাখতে VI বাজারের লঞ্চ করতে চলেছে কিছু লোভনীয় প্লান। কোম্পানি শুধু মাত্র এই দুর্দান্ত প্ল্যানগুলো বাজারে নিয়ে আসছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য।

    img 20230508 152353

    এয়ারটেল, জিও’র মতন কোম্পানিগুলো ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে তাদের 5G পরিষেবা চালু করেছে। কিন্তু VI এখনো পর্যন্ত 5G চালু করতে সক্ষম হয়নি। যার কারণে এই নেটওয়ার্কের অবস্থা কিছুটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক, গ্রাহকদের ধরে রাখতে এবার VI কি প্ল্যান বাজারে নিয়ে আসলো।

    এবার মহা রিচার্জ স্কিম’-এর ঘোষণা করেছে VI (Vodafone Idea)। সেখানে ৫GB পর্যন্ত অতিরিক্ত সেটা পাবেন আপনি। যদিও অফারটি সীমিত সময়ের জন্য। তবে কেবল মাত্র ২৯৯ টাকা বা তার বেশি অংকের রিচার্জ করলেই পাওয়া যাবে এই সুবিধা।

    এছাড়া VI এর পক্ষ থেকে জানানো হয়েছে, যে সব গ্রাহকরা ১৯৯ টাকা থেকে ২৯৯ টাকার মধ্যে রিচার্জ করবেন, তারা তিন দিনের জন্য ২GB অতিরিক্ত ডেটা পাবেন। একইসঙ্গে গ্রাহকরা VI অ্যাপ থেকে VI Movies & TV, VI Music এবং VI Games সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন।

    img 20230508 152437

    উল্লেখ্য, VI স্টোরে মোট ১২০০ টি মোবাইল গেম রয়েছে, যা আপনি বেশ সহজেই উপলব্ধ করতে পারবেন। এছাড়াও বাজারে আরও নতুন দুটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে VI । ৩৬৮ ও ৩৬৯ টাকার এই দুই প্ল্যানেই ব্যবহারকারীরা ৩০ দিনের ভ্যালিডিটি পাবেন, এবং প্রতিদিন ২GB করে ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া ১০০ SMS ও OTT-র সুবিধা পাবেন গ্রাহকরা।