Skip to content

সোলাঙ্কি নয়, ‘গাঁটছড়া’র খড়ি হিসাবে প্রথমে এই অভিনেত্রীকেই করা হয়েছিল অফার! এই কারণে ফিরিয়ে ছিলেন প্রস্তাব

    img 20221107 113228

    ধারাবাহিক (serial) প্রেমী মানুষদের কাছে স্টার জলসার ধারাবাহিক ‘গাঁটছড়া’ (gantchhora) অন্যতম পছন্দের মধ্যে একটি। একদিন যদি কোন এপিসোড মিস হয়ে যায় দেখতে, তাহলে পরদিনই এই ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট দেখার জন্য মুখিয়ে থাকে দর্শকরা। ধারাবাহিকে দর্শকদের প্রথম পছন্দ এই খড়িদ্ধি জুটি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে জানেন কি খড়ি হিসাবে সোলাঙ্কি রায় (solanki roy) নয়, প্রথমে অন্য কোন অভিনেত্রীকে পছন্দ করেছিলেন ধারাবাহিক নির্মাতারা?

    বর্তমান সময়ে যে খিড়িদ্ধি জুটিকে দর্শকরা চোখে হারায়, সেই খড়িদ্ধি জুটি কিন্তু বদলে যেতে পারত। এখানে ঋদ্ধির চরিত্রে গৌরব চ্যাটার্জী থাকলেও, খড়ির জায়গায় প্রথমে অন্য এক অভিনেত্রীর কথা মাথায় রেখেই এই খড়ির চরিত্রকে সাজিয়েছিলেন ধারাবাহিক (serial) নির্মাতারা। কিন্তু পরবর্তীতে কিছু কারণের জন্য সেই টেলি অভিনেত্রী এই চরিত্রের অফার ফিরিয়ে দিতেই, তা সোলাঙ্কি রায়ের (solanki roy) কাছে যায় এবং তিনি এতে রাজীও হয়ে যান।

    img 20221107 113256

    জানিয়ে রাখি, সেই টেলি অভিনেত্রী হলেন দুর্গা, প্রতিদান, করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালের এক জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। ধারাবাহিক ‘গাঁটছড়া’র (gantchhora) নায়িকা হিসাবে প্রথমে এই অভিনেত্রীর কথাই ভেবেছিলেন ধারাবাহিক নির্মাতারা। কিন্তু তিনি প্রস্তাব ফিরিয়ে দিতেই, পরবর্তীতে এখানে সোলাঙ্কি রায়কে (solanki roy) নেওয়া হয়।

    img 20221107 113310

    এবিষয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen) জানান, ‘অন্যকিছু করার ইচ্ছে জাগার কারণেই প্রতিদান করার ওই সময় থেকেই মনে হচ্ছিল এবার ধারাবাহিক (serial) থেকে বিরতি নেওয়া দরকার। কিন্তু যখন গাঁটছড়া (gantchhora) অফার এল, তখন করুণাময়ী রাণী রাসমণি: উত্তর পর্বের সারদা মায়ের চরিত্রটা বেছে নিই। এই চরিত্র সকল বাঙালিদের অনুপ্রেরণা। আর এখানে ৬ মাসের কাজ থাকায়, পাশাপাশি ছবি বা ওয়েব সিরিজের কাজ করতেও কোন সমস্যা হত না’।