Skip to content

রণবীর শাহরুখই শুধু নয়, বিটাউনের এই তারকারাও একে অপরের প্রতিবেশী

    img 20220713 205025

    শীঘ্রই প্রতিবেশী হতে চলেছেন বলিউডের কিং খান শাহরুখ খান (Shah Rukh Khan) এবং রণবীর সিং (Ranveer Singh)। বলি অভিনেতা রণবীর সিং সর্বদাই তাঁর স্টাইল এবং অভিনয়ের জন্য সংবাদ শিরোনামে থাকেন। তবে এবার তাঁর নতুন সম্পত্তির কারণে উঠে এসেছেন সংবাদ শিরোনামে। শোনা গিয়েছে, তাঁর নতুন সম্পত্তিটি বান্দ্রায় শাহরুখ খানের বাড়ির ঠিক কাছেই রয়েছে। যার ফলে খুব শীঘ্রই প্রতিবেশী হতে চলেছেন শাহরুখ খান এবং রণবীর সিং।

    তব এরাও প্রথম নন, যারা প্রতিবেশি হতে চলেছেন। বলিউডে এমন অনেক স্টাররা রয়েছেন, যাদের বাড়ি প্রায় পাশাপাশি। দেখে নিন সেই তালিকায় কারা রয়েছেন।

    img 20220713 204438

    বিটাউনের সেলেব দম্পতিদের মধ্যে অন্যতম হল অনুষ্কা শর্মা (Anushka Sharm) এবং বিরাট কোহলির (Virat Kohli) জুটি। মুম্বাইয়ের জুহুর সমুদ্রমুখী বিল্ডিংয়ে বসবাস করেন এই তারকা দম্পতি। আবার সদ্য বিবাহ বন্ধনে আবব্ধ হয়েছেন বলিউডের আর দুই সেলেব, ক্যাটরিনা (Katrina Kaif) এবং ভিকি (Vicky Kaushal)। জানা গিয়েছে, ‘বিরুষ্কা’দের বিল্ডিংয়ের অষ্টম তলাটি ৫ বছরের জন্য ভাড়া নিয়েছেন ‘ভিক্যাট’ জুটি।

    img 20220713 204332

    অন্যদিকে মুম্বাইয়ের জুহুতে থাকেন বলি অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) এবং ঋত্বিক রোশন (Hrithik Roshan)। আবার চলচ্চিত্র নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালার (Sajid Nadiadwala) বাড়িও ওই একই এলাকায়। যার ফলে এই তিন প্রতিবেশীকে লকডাউনকালে একসঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছে।

    img 20220713 204505

    আবার, মুম্বাইয়ের জুহুতে তারা রোডের একটি বাড়িতে স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে একসঙ্গে থাকেন বলি অভিনেত্রী শিল্পা শেঠি (Shilpa Shetty)। আবার ওই একই বিল্ডিং-র উপরের তলায় বাবা শক্তি কাপুর এবং মা শিবাঙ্গী কোলহাপুরের সঙ্গে একইসঙ্গে থাকেন আরও এক বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)।

    img 20220713 204923

    বলিউডের দুই বিখ্যাত সুপারস্টার হলেন শাহরুখ খান (Shah Rukh Khan) এবং সলমন খান (salman khan)। শাহরুখের মন্নত এবং সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট খুব বেশি দূরে নয়। এককথায় বলতে গেলে তারাও প্রতিবেশি।