Skip to content

টিআরপির তালিকায় দশের মধ্যে হল না ঠাই, ‘মেয়েবেলা’র ভবিষ্যৎ নিয়ে চিন্তিত দর্শকরা

    img 20230217 181459

    টেলিভিশনের (TV) ধারাবাহিক, দর্শকদের কাছে বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম, প্রতিদিনের বিশেষ সঙ্গীও বলা চলে। তবে বহু দর্শকের হৃদয় ভরাক্রান্ত হয়ে যায়, যখন তাদের পছন্দের জনপ্রিয় ধারাবাহিকগুলো সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। নতুন বছর শুরু হয়ে দু মাস হতে চললেও, এখনও অব্যাহত রয়েছে ধারাবাহিক বন্ধের প্রবণতা। প্রায় সময়ই দেখা যায় টিআরপি’র (TRP) তালিকায় কিছুটা খারাপ অবস্থানে থাকা ধারাবাহিককে আচমকাই বন্ধ করে দেওয়া হয়।

    img 20230217 181622

    তবে অনেক সময় ধারাবাহিকের গল্প মনে না ধরলেও, চরিত্রগুলোর কারণে, ধারাবাহিক শেষ হওয়ার খবর পেলে, ছ্যাঁত করে ওঠে দর্শকদের মন। সম্প্রতি দিনে এমন অনেক ধারাবাহিক দেখা গিয়েছে নতুন শুরু হয়েও, এমনকি হেভিওয়েট তারকা থাকা সত্ত্বেও সেভাবে জায়গা করে উঠতে পারছে না টিআরপির তালিকায়। আর সেই তালিকায় রয়েছে স্টার জলসার অন্যতম ধারাবাহিক ‘মেয়েবেলা’ (Meyebela)।

    শাশুড়ি বউমার এই গল্প সেভাবে এখনও দর্শকদের মনে জায়গা করতে পারেনি। এই ধারাবাহিকে একদিকে যেমন বউমার চরিত্রে নতুন প্রজন্মের জনপ্রিয় টেলি অভিনেত্রী স্বীকৃতি মজুমদার রয়েছে, তেমনই কিন্তু অন্যদিকে শাশুড়ির ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলীকে (Roopa Ganguly)। প্রথমে ধারণা করা হয়েছিল, অভিনেত্রী রূপা গাঙ্গুলী থাকায় এই ধারাবাহিকের টিআরপি বেশ কিছুটা উপরের দিকে থাকবে।

    কিন্তু ধারাবাহিক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ধারাবাহিক নির্মাতাদের সেই ধারণা ভেঙ্গে যায়। সারা সপ্তাহ অপেক্ষার পর বৃহস্পতিবার দিন টিআরপির তালিকা প্রকাশ করা হয়। আর সেই তালিকা দেখে দর্শকরা বুঝতে পারেন, তাঁদের পছন্দের ধারাবাহিকের অবস্থান ঠিক কোথায় রয়েছে। তবে এই তালিকায় ১২ তম স্থানে দাঁড়িয়ে রয়েছে ধারাবাহিক ‘মেয়েবেলা’। আর সেই কারণে এই ধারাবাহিকের দর্শকদের কপালে চিন্তার ভাঁজ দেখা গিয়েছে। রূপা গাঙ্গুলীকে নিয়ে অনেক প্রত্যাসা থাকলেও, ধারাবাহিকের টিআরপি ভাবাচ্ছে দর্শকদের।

    img 20230217 181730

    এই বিষয়ে রূপা গাঙ্গুলী জানান, ‘এই সমস্ত টিআরপির ব্যাপারে আমার খুব একটা ধারণা নেই। তবে হটস্টার বা অন্যান্য অ্যাপে খুব ভালো চললেও, সেখান তো আর টিআরপি দেখা যায় না। দেশ বিদেশের এমন অনেক মানুষ আছেন যারা এই সকল অ্যাপের মাধ্যমেই ধারাবাহিক দেখে থাকেন। নাহলে অনেকেই এই বিনোদন থেকে বঞ্চিত থাকতেন। তারউপর আমাদের মত কর্মরত ব্যক্তিরাও এই সকল অ্যাপের মাধ্যমেই দেখে থাকেন’।