একটা সময় ছিল যখন Nokia-এর ভারতের বাজারে তুমুল জনপ্রিয়তা ছিল। প্রায় প্রতিটি হাতেই দেখা যেত Nokia এর বিভিন্ন মডেল। যার মধ্যে Nokia 6600 খুবই বিখ্যাত ছিল। ফোনটি ডিম্বাকৃতির আকারে দেখতে ছিল এবং এটি মানুষের মধ্যে একটি ভাল ক্রেজ তৈরী করেছিল। তবে অ্যান্ড্রয়েডের যুগ আশার সাথে সাথেই ধসে গেল নকিয়া’র বাজার। নকিয়ার এই জনপ্রিয় ফোনগুলো হয়ে গেল ব্যাক ডেটেড।
এবার নতুন ভাবে বাজার কাঁপাতে Nokia লঞ্চ করছে ‘ব্যাং স্মার্টফোন’। তাও সবার বাজেটের মধ্যেই। বর্তমানে অনেক কোম্পানি তাদের 5G ফোন লঞ্চ করেছে। আশা করা হচ্ছে যে Nokia তাদের 5G ফোনও বাজারে দ্রুত লঞ্চ করবে। টুইটারে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে দাবি করা হচ্ছে যে, ‘Nokia 6600 5G স্মার্টফোন আসছে’।
সম্প্রতি টুইটারে যে ভিডিও ভাইরাল হচ্ছে, তাতে ফোনের দারুন আকর্ষণীয় ডিজাইন দেখানো হয়েছে। ফোনটির শুধুমাত্র চেহারা দেখেই বোঝা যায় যে এটি Nokia 6600 মত দেখতে, তবে কী-প্যাডের পরিবর্তে পুরো স্ক্রীনটি দৃশ্যমান। পিছনের ক্যামেরাটিও দেখতে দুর্দান্ত। ভিডিও অনুযায়ী ফোনটি প্লাস্টিক বডিতে তৈরী বলে মনে করা হচ্ছে।
অনেক রিপোর্টে দাবি করা হচ্ছে যে, ফোনটিতে একটি ৬.৯-ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাবে। এর বাইরে ক্যামেরার কথা বললে, ফোনে ১০৮ মেগা পিক্সেল (MP) প্রাইমারি ক্যামেরা পাওয়ার খবরও শোনা যাচ্ছে। এছাড়া এতে একটি ৬০০০mAh ব্যাটারি রয়েছে বলে জানানো হয়েছে।
Неужели, Нокиа смогёт again ?
The New Nokia 6600 5G Ultra – Concept Desing 😳
Что то новое на фоне однообразных досок. pic.twitter.com/ig82Y09pN6— Aslan7 (@MagicAslan) January 19, 2023
যত দূর জানা যাচ্ছে, Nokia 6600 5G Ultra ২০২৩ সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে লঞ্চ হতে পারে। ফোনটি কোন কোন দেশে লঞ্চ করা হবে সে বিষয়ে কিছু তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ফোনটি সম্পর্কে কোম্পানি তরফ থেকে কোন ঘোষণা করা হয়নি। এমনকি ফোনটি আদেও লঞ্চ হবে কি না, তাও সঠিক জানা যায়নি।