Skip to content

করতে হবে না বিয়ের জন্য চিন্তা, সরকারের এই স্কিমে ২১ বছরেই মেয়ে হয়ে যাবে কোটিপতি!

    img 20220713 203706

    বাবা মায়েরা সর্বদাই তাঁদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করেন। সন্তানরা কিসে খুশি থাকবে, তাই নিয়ে ভাবতে থাকেন। আর সেই সন্তান যদি হয় কন্যা, তাহলে তাঁকে নিয়ে চিন্তার যেন শেষ নেই বাবা মায়ের।

    মেয়েকে বড় করা থেকে তাঁকে পাত্রস্থ করা, সমস্তটার জন্যই আগে থাকতে ভাবনা চিন্তা শুরু করতে হয় বাবা মাকে। অনেক বাবা মায়েরাই তাঁদের কন্যা সন্তানের জন্মের পর থেকে তাঁর ভবিষ্যতের জন্য সঞ্চয় শুরু করে দেয়। ভালো স্থানে সঞ্চয় হলে, সময় মত ভালো রিটার্নও পাওয়া যায়।

    img 20220713 203515

    আমাদের দেশে অর্থ সঞ্চয়ের বেশ কিছু স্কিম রয়েছে। তবে সেসবের মধ্যে অন্যতম একটি প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (sukanya samriddhi yojana)। প্রধানত মেয়ের বাবা মায়েরা তাঁদের কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করে তোলার জন্য এই স্কিমে টাকা জমা রাখতে পারেন। অল্প অল্প করে অর্থ সঞ্চয় করে মেয়ের পড়শুনা হোক কিংবা বিয়ের সময় এককালীন বেশকিছুটা অর্থ ফেরত পেতে পারে সেই পরিবার।

    কেন্দ্র সরকার পরিচালিত এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় (sukanya samriddhi yojana) সঞ্চিত অর্থ একেবারেই নিরাপদ। বর্তমানে ৭.৬ শতাংশ সুদের হার রয়েছে এই স্কিমে। এই স্কিমের আয়ত্তায় ১০ বছরের কম বয়সী মেয়ের জন্য ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলে অর্থ সঞ্চয় করতে পারবেন। এখানে নূন্যতম বিনিয়োগের পরিমাণ ২৫০ টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা রাখা যেতে পারে।

    কন্যা সন্তানের বয়স ২১ কিংবা ১৮ বছর বয়সের পর বিয়ে না হওয়া পর্যন্ত এই স্কিমে অর্থ সঞ্চয় করতে পারবে মেয়ের পরিবার। তবে মেয়ের উচ্চশিক্ষার প্রয়োজনে ১৮ বছর বয়সের পর সঞ্চিত অর্থের থেকে ৫০ শতাংশ তুলে নেওয়া যাবে।

    এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় (sukanya samriddhi yojana) আপনাকে ১৫ বছর ধরে বিনিয়োগ করতে হবে, তারপর পরবর্তী ৬ বছর সুদ পাবেন আপনি। আপনি যদি ১৫ বছরের জন্য বছর প্রতি সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা করে জমা দেন, তাহলে আপনার সঞ্চয় হবে ২২.৫০ লক্ষ টাকা। সেইসঙ্গে প্রতি বছর ৭.৬ শতাংশ হারে সুদের পর আপনি পাবেন ৬৫ লক্ষ টাকা। তবে এই প্রকল্পে অর্থ জমা রাখলে কর ছাড়ও দেওয়া হয়।