গ্রাহকদের নিজের কোম্পানিতে ধরে রাখার জন্য প্রায়ই বিভিন্নরকম অফারের ডালি সাজিয়ে নিয়ে আসে টেলিকম সংস্থাগুলো। কখনও JIO, আবার কখনও AIRTEL, আবার কখনও VI কিংবা BSNL। নিজের গ্রাহক যাতে অন্য টেলিকম সংস্থার দিকে না চলে যায়, সেজন্য প্রতিনিয়তই এই ধরনের নানা অফার বাজারে নিয়ে আসে বিভিন্ন টেলিকম সংস্থা। প্রতিযোগিতার বাজারে বর্তমানে যে কোম্পানি যত ভালো অফার দেবে, গ্রাহকরা সেইদিকেই বেশি করে ঝুঁকবে।
সম্প্রতি গ্রাহকদের সুবিধার জন্য এক বিশেষ অফার নিয়ে এসেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) জিও (jio)। যেখানে গ্রাহকদের 20 GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে জিতে নেওয়ার সুযোগ করে দিয়েছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এই পরিমাণ ডেটা নেওয়ার জন্য কোন অর্থ না লাগলেও, কয়েকটি ধাপ পার করলেই পাওয়া যাবে এই সুবিধা।
এই অফার পেতে গেলে প্রথমে Jio প্রিপেড গ্রাহকদের ফোনে My Jio অ্যাপ ইনস্টল করতে হবে। তারপর অ্যাপ হোম স্ক্রিনে লগ ইন করে স্ক্রোল ডাউন করতে হবে। সেখানে আপনি Play & Win অপশন দেখতে পাবেন। এরপর এই বিভাগের শুরুতেই দেখা যাবে ’20 GB data lucky draw’ অপশন। এই অপশন সিলেক্ট করলে আপনাকে Participate Now অপশন দেখাবে। এরপর গ্রাহককে একটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। আর সঠিক উত্তর দাতাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে বিজেতাদের বেছে নেবে কোম্পানি। আর জয়ী ব্যক্তিদের ফোনে চলে যাবে বিনামূল্যে 20 GB ডেটা। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ১৫ ই জুলাই।
তাই আপনিও যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন, এবং আপনিও যদি এই বিনামূল্যের অফার পেতে চান, তাহলে দেরী না করে আজই আপনার ফোনে ডাউনলোড করে নিন My Jio অ্যাপ। আর তারপর উপরিক্ত পদ্ধতিগুলো মেনে চলে, এগিয়ে যান এই অফার জয়ের দিকে।