Skip to content

সিরিয়াল প্রেমীদের জন্য দুঃসংবাদ, TRP রেটিং এর তলানির জেরে বন্ধ হতে পারে এই ৪ টি ধারাবাহিক

  img 20220616 103737

  সন্ধ্যে হলেই টিভি সিরিয়াল (serial) প্রতিটি বাড়ির যেন প্রধান বিষয় হয়ে ওঠে। ছোট থেকে বড় সকলেই বসে পড়েন টিভির সামনে। ভিন্ন ভিন্ন চ্যানেলে ভিন্ন ভিন্ন স্বাদের সিরিয়াল থাকলেও, তার মধ্যে সেরার তকমা ছিনিয়ে নিয়ে টিআরপির সেরা ১০-এ জায়গা করে নিচ্ছে কুটকাচালি আর পরকীয়া মিশ্রিত সিরিয়ালগুলো।

  কিন্তু এই কুটকাচালি আর পরকীয়া কি দেখার মত একটা বিষয়? কেন সভ্য সমাজে এইসমস্ত বিষয়ে সিরিয়াল (serial) করা হচ্ছে? এই নিয়ে একদল মানুষ প্রশ্ন তুললেও, দিনের শেষে দেখা যায়, যে সিরিয়ালে যত বেশি করে কুটকাচালি রয়েছে, সেই ধারাবাহিক তত বেশি হিট হচ্ছে।

  img 20220616 103808

  তবে বিগত বেশ কিছু সপ্তাহ ধরে স্টার জলসা এবং জি বাংলাতে বেশ কিছু ভিন্ন স্বাদের সিরিয়াল (serial) শুরু করা হয়েছে। তার মধ্যে রয়েছে, ‘লালকুঠি’ (Laalkuthi), ‘খেলনা বাড়ি’ (Khelna Bari), ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap), ‘বৌমা একঘর’ (Bouma Ekghor)।

  সাধারণ গল্পের থেকে বেরিয়ে কিছুটা ভিন্ন স্বাদের তৈরি করা এই সিরিয়ালগুলো সপ্তাহান্তে টিআরপির তালিকায় তলানিতে গিয়ে ঠেকেছে। কুটকাচালি আর পরকীয়া সেভাবে এই সিরিয়ালগুলোতে এখনও দেখানো হয়নি। যার ফলেই ধারণা করা হচ্ছে, এই সিরিয়ালগুলো খুব একটা মনে ধরছে না দর্শকদের।

  img 20220616 104050

  কিছুদিন আগেই জি বাংলায় শুরু হয়েছে ‘লালকুঠি’ (Laalkuthi)। এই ধারাবাহিকে রাহুল-রুকমা জুটির রহস্য-রোমাঞ্চ সুন্দর করে দেখানো হলেও, সেরা দশের টিআরপিতে মাঝে মধ্যে স্থান পায়নি এই সিরিয়াল। আবার জীবনে সেভাবে কিছু করে উঠতে না পারা দুটো ছেলে মেয়ের গল্প নিয়ে স্টার জলসায় শুরু হয়েছিল ‘বৌমা একঘর’ (Bouma Ekghor)। নতুন স্বাদের গল্প হলেও, টিআরপির তালিকায় তলানিতে ঠেকেছে এই ধারাবাহিক।

  অন্যদিকে, বয়সে অনেকটা বড় আইনজীবীর সঙ্গে বহুরূপী নোলকের সংসার জীবনের যে টানাপোড়েন, সমস্যা তা সুন্দর করে ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap) ধারাবাহিকে ফুটিয়ে তুললেও, তা যেন কোথাও একটা ফিকে পড়ে গিয়েছে। কৌশিক সেন, সোহাগ সেনের মত নামী অভিনেতারা থাকা সত্ত্বেও, সেরা দশে জায়গা পাচ্ছে না এই ধারাবাহিক।